ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে আ’লীগ নেতার কারাদণ্ড
Published : Thursday, 6 January, 2022 at 12:00 AM, Update: 06.01.2022 12:38:00 AM
অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে আ’লীগ নেতার কারাদণ্ডকুমিল্লার লালমাইয়ে প্রাইভেটকার নিয়ে অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশের দায়ে মেহেদী হাসান বাপ্পি নামের আওয়ামী লীগের এক নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার ভুলুইন দক্ষিণ ইউনিয়নের গোলাচোঁ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে ৫৭ হাজার টাকা জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত কাজী মেহেদী হাসান বাপ্পি লালমাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার জাগো নিউজকে জানান, নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে মেহেদী হাসান বাপ্পিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।