অস্ট্রেলিয়ায় চলমান অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংলিশ তারকা ক্রিকটোর জনি বেয়ারস্টোর শরীর নিয়ে কটাক্ষ করেছেন অস্ট্রেলিয়ার সমর্থকরা। তাদের এমন কটাক্ষর কারণে মেজাজ হারান ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান।
শনিবার সিডনি টেস্টে ফিল্ডিংয়ে ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। চা-পান বিরতিতে ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারি থেকে অস্ট্রেলিয়ার সমর্থকরা জনি বেয়ারস্টোর শরীর নিয়ে বিদ্রূপ করেন।
সিডনি মর্নিং হেরাল্ডে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন দর্শক চিৎকার করে বলছেন, ‘স্টোকস, ভীষণ মোটা হয়ে গেছে।’
আবার কিছু সমর্থক বলেন, ‘বেয়ারস্টো টি-শার্ট উঠিয়ে দেখিয়ে দাও তো, কিছু তো ওজন কমাও।’
জনি বেয়ারস্টোকে উদ্দেশ্য করে সমর্থকদের এমন মন্তব্যের পর ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান বেন স্টোকস সতীর্থ বেয়ারস্টো স্টোকসকে উদ্দেশ্য করে বলেন, বন্ধু, এখানে থাকা যাবে না। সোজা হাঁটো। এরা একদমই দুর্বল।
সাংবাদিক সম্মেলনে দর্শকদের সেই ঘটনা নিয়ে জনি বেয়ারস্টো বলেন, এটা স্রেফ কিছু দর্শকদের অশ্রাব্য মন্তব্য। এটা মোটেই ঠিক নয়। গ্রহণযোগ্য তো একদমই নয়। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।
দর্শকরা গ্যালারি থেকে ক্রিকেট উপভোগ করছেন। তবে কখনো কখনো শালীনতার সীমা লঙ্ঘন করে ফেলছে। তাদের নিজেদের জন্যই এ প্রতিবাদ জরুরি। কারণ যদি না আমরা পাল্টা দি-ই, তাহলে ওরা যে সীমা পেরোচ্ছে, সেটা ওদের শোনানো দরকার।