২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে দেশে পাঠালো ভারতীয় কোস্ট গার্ড
Published : Monday, 10 January, 2022 at 12:00 AM
ভারতীয় কোস্ট গার্ড জাহাজ সরোজিনী নাইডু ২০ জন বাংলাদেশি জেলেসহ ‘আল্লাহর দান’ নামে একটি বাংলাদেশি মাছধরা নৌকাকে ভারত-বাংলাদেশ সমুদ্রসীমানায় প্রত্যাবাসন করেছে। ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইঞ্জিন বিকল হওয়ার কারণে ওই বোটটি সমুদ্রে ভেসে যায়। ভারতীয় জেলেরা সেটি দেখতে পায়।
ভারতীয় জেলেরা মানবিক কারণে নৌকাটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। ২৬ ডিসেম্বর দুর্দশাগ্রস্ত নৌকাটিকে পারাদ্বীপে টেনে নিয়ে যায়।
পারাদ্বীপ মেরিন পুলিশের সহায়তায় ভারতীয় কোস্ট গার্ড মানবিক কারণে নৌকার ক্রুদের আশ্রয় দেন।