ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং অসহায় দুঃস্থ রোগীদের বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
Published : Monday, 10 January, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: নাহার ডেন্টাল কেয়ার পুলিশ লাইনের আয়োজনে এবং কুমিল্লা আল-নুর হসপিটালের সার্বিক ব্যাবস্থাপনায়  শুক্রবার  ৭ জানুয়ারি বুড়িচং উপজেলার  রাজাপুর শংকুচাইলের পাঁচোড়া খঞ্জন আহম্মদের বড় বাড়ি সংলগ্ন পাঁচোড়া মেরিট কেয়ার একাডেমী মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে এলাকার ৫ শতাধিক গরীব অসহায় দুঃস্থ  রোগীদের বিনামূল্যে (চিকিৎসা সেবা  ঔষধ বিতরণ করেন)   মেডিকেল ট্রিটমেন্ট ডায়াবেটিক টেস্ট, রক্তের গ্রুপ নির্ণয়, ইসিজি, সহ অন্যান্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধপত্র
বিতরণ করা হয়। যুক্তরাস্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় কর্মরত পাঁচোড়া গ্রামের সবোর্চ্চ ডিগ্রীধারী ড. আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় ও মেরিট কেয়ার একাডেমীর বাস্তবায়নে বিশিষ্ট সমাজ সেবক মো. জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চড়ানলের কৃতি সন্তান রাজাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশিষ্ট সমাজ সেবক মো.শরীফুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন
আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. এমরান হোসেন সুমন, মো. আবুল হোসেন ও এরশাদুল হকের সার্বিক পরিচালনায় এতে মেহমান হিসেবে ছিলেন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মো. জালাল, মেরিট কেয়ার একাডেমীর অধ্যক্ষ রকিবুল হাসান উজ্জ্বল, একাডেমীর সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, কোষাধ্যক্ষ মোসা. সুমি, শিক্ষক মো. জাহিদুল হাসান মেহেদী। উপস্থাপক হিসেবে ছিলেন রফিকুল হাসান উজ্জ্বল।