ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইনজীবীর সাইনবোর্ড ভাংচুর থানায় অভিযোগ
Published : Monday, 10 January, 2022 at 12:00 AM, Update: 10.01.2022 12:53:23 AM
আইনজীবীর সাইনবোর্ড ভাংচুর থানায় অভিযোগকুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় এডভোকেট এ কে এম মিজানুর রহমানের নামফলকযুক্ত সাইনবোর্ড ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মিজানুর রহমান কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী। তিনি আলেখারচর গ্রামের বাসিন্দা আবুল কালাম মিয়ার ছেলে।
অভিযোগে জানা যায়, সদর উপজেলার আলেখচারচর এলাকার গোমতীয় রোড, উকিলবাড়ি সংলগ্ন এডভোকেটর মিজানুর রহমানের কার্যালয়ের গলিতে তার নামফলকযুক্ত সাইনবোর্ডটি গত ৭ জানুয়ারি দুর্বৃত্তরা রাতের আঁধারে ভেঙ্গে ফেলে। বিষয়টি মিজানুর রহমান এবং তার পরিবারের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন। বিষয়টি উল্লেখ করে তিনি কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এডভোকেট এ কে এম মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমার নামের সাইনবোর্ডটি ভেঙ্গে দিয়েছে। বিষয়টি আমিসহ দেশের সকল আইনজীবীদের জন্য মানহানিকর । ভাংচুরের মধ্যদিয়ে দুর্বৃত্তরা  আমি এবং আমার পরিবাকে হুমকি প্রদান করেছে বলে আমি মনে করি।