ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন
রণবীর ঘোষ কিংকর।
Published : Tuesday, 11 January, 2022 at 8:31 PM
চান্দিনায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধনচান্দিনায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধনকুমিল্লার চান্দিনায় স্কুলগামী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কার্যক্রম উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। 
ওই কার্যক্রমে উপজেলার ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় ২৮ হাজার স্কুলগামী শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে বলে জানান প্রধান অতিথি। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, ব্যবসায়ী শামীম হোসেন, কেরণখাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুমন ভূইয়া প্রমুখ। 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান, সকল শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত আমরা সাড়ে ৩ হাজারেরও বেশি শিক্ষার্থীদের টিকা প্রদান করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।