ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় নারীদের দিয়ে প্রতারণার ফাঁদ! গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক
Published : Tuesday, 11 January, 2022 at 8:19 PM
কুমিল্লায় নারীদের দিয়ে প্রতারণার ফাঁদ! গ্রেপ্তার ৫কুমিল্লায় ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকা আদায় এবং র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১০ জানুয়ারি দিবাগত রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে র‌্যাব লেখা জ্যাকেট, বিভিন্ন ছবি-ভিডিও ধারণ করা মোবাইল ফোন সেট ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আনোয়ার হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশাবন গ্রামের সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া, চান্দিনা উপজেলার অম্বলপুর গ্রামের মৃত আলী আজগরের মেয়ে জোসনা আক্তার, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইউড়া গ্রামের মুছা মিয়ার মেয়ে হাসি আক্তার ও তার ছোট বোন মিন্নি আক্তার।
র‌্যাব জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকা নারীদের দিয়ে ফাঁদ পেতে কৌশলে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। পরে র‌্যাব পরিচয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা হতো। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লায় নারীদের দিয়ে প্রতারণার ফাঁদ! গ্রেপ্তার ৫