ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অর্ধেক আসনে যাত্রী নিয়ে ১৫ জানুয়ারি থেকে চলবে সব ট্রেন
Published : Wednesday, 12 January, 2022 at 12:00 AM
?করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা আসার পর বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। কোনো ট্রেন বন্ধ করা হবে না।
রেলও?য়ের অ?তি?রিক্ত মহাপ?রিচালক (অপা?রেশন) সরদার সাহাদাত আলী সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৫ জানুয়া?রি থে?কে আসন সংখ্যার অ?র্ধেক যাত্রী নি?য়ে চল?বে ট্রেন। সব ট্রেনই চল?বে। ?কো?নো ট্রেন বন্ধ করা না। আগামী ১৩ জানুয়া?রি থে?কে স্বাস্থ্যবিধি মে?নে চল?বে যাত্রীবাহী ট্রেন।’
ক?রোনা সংক্রমণ রো?ধে ১৩ জানুয়া?রি থে?কে আস?নের অ?র্ধেক যাত্রী নি?য়ে গণপ?রিবহন চালা?নোর নি?র্দেশনা দি?য়ে?ছে সরকার।
সরদার সাহাদাত আলী জানান, ১৫ জানুয়া?রির ট্রেনের টি?কিট বি?ক্রি করা হ?বে ১২ জানুয়া?রি থেকে।
তিনি বলেন, ‘টি?কিট আগাম বি?ক্রি হওয়ায় ১৩ জানুয়ারি থে?কে ট্রেন অ?র্ধেক যাত্রী নি?য়ে চল?তে পারবে না। যারা আগাম টি?কিট কি?নে?ছেন, তা?রা যে?তে পার?বেন। ১৫ জানুয়ারি থেকে ট্রেন যেন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারে, এজন্য মঙ্গলবার সফটওয়্যার হালনাগাদ করা হ?য়ে?ছে।’