বাইউস্টে রোহিঙ্গা জেনোসাইড কেইস ইন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Published : Thursday, 13 January, 2022 at 12:00 AM
১২ জানুয়ারি, কুমিল্লা: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-বাইউস্ট এর আইন বিভাগের উদ্যোগে ”রোহিঙ্গা জেনোসাইড কেইস ইন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত হয় উক্ত সেমিনার। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্ণেল সুমন কুমার বড়ুয়া (অব:), রেজিস্টার বাইউস্ট। মূল প্রবন্ধে উপস্থাপক রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপট, আন্তর্জাতিক বিচার আদালতে মামলার সর্বশেষ অবস্থা ও আদালতের অন্তবর্তী আদেশ ও কুটনৈতিক সফলতা আলোচনা করেন। আন্তর্জাতিক আদালতে এই মামলার ফলে কুটনৈতিক সফলতা, রোহিঙ্গা সমস্যা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। রোহিঙ্গা সমস্যার পরবর্তী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। উক্ত সেমিনারে কোষাধ্যক্ষ প্রফেসর কর্ণেল মো: মোশাররফ হোসেন (অব:), সকল বিভাগীয় প্রধান, শিক্ষক এবং আইন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।