ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে প্রকৌশল অনুষদভুক্ত সকল  বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু
Published : Thursday, 13 January, 2022 at 12:00 AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত প্রকৌশল অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে “ঋড়ঁৎঃয ওহফঁংঃৎরধষ জবাড়ষঁঃরড়হ ধহফ ঞৎধহংভড়ৎসরহম ঃযব ঋঁঃঁৎব ড়ভ ঊফঁপধঃরড়হ ঞযৎড়ঁময উরংৎঁঢ়ঃরাব ঞবপযহড়ষড়মরবং” শীর্ষক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং প্রকৌশল অনুষদের ডিন মোঃ তোফায়েল আহমেদ। রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও আইইইই বাংলাদেশ শাখার সভাপতি অধ্যাপক ড. মশিউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আইকিউএসি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজকের এই প্রোগ্রাম। তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের কাজ করার জন্য একটি নিদিষ্ট সময় থাকে। নিজের কাজটাই শেষ কাজ নয়, বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমাজের জন্য কাজ থেকে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধুলাবালিতে আপনাদের অধিকার রয়েছে। সেই অধিকারের জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পৃথিবীর অন্য সবকিছুর সাথে শিক্ষা ব্যবস্থারও পরিবর্তন হচ্ছে। বর্তমানে টেকনোলজির বিকল্প নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রূপান্তরে যুগোপযোগী পন্থা অবলম্বন করে ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসি’র পরিচালক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।