ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে মাদরাসা সুপারের উপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
Published : Thursday, 13 January, 2022 at 12:00 AM, Update: 13.01.2022 12:34:18 AM
তিতাসে মাদরাসা সুপারের উপর হামলার বিচার দাবিতে মানববন্ধনতিতাস প্রতিনিধিঃ
তিতাস উপজেলার দুধ ঘাটা নুরে মোহাম্মদী দাখিল মাদরাসা সুপার মাওলানা মোঃ ইব্রাহিম খলিলের উপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে বুধবার তিতাস উপজেলা পরিষদের সামনে হোমনা- গৌরীপুর সড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করে উপজেলার সর্বস্তরের শিক্ষক সমাজ।
বেলা তিনটা থেকে প্রায় একঘন্টা ব্যপি মানব বন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন মাদরাসা ও হাইস্কুলের শিক্ষক বৃন্দ।
গত মঙ্গলবার বেলা পৌনে দুইটায় মাদরাসা সুপার মাওলানা ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রী শরীফুন আক্তার দাউদকান্দি বাসায় পৌছার আগে দাউদকান্দি কেডিসি গেইটে অস্রধারী সন্ত্রাসীরা দু'জনকে মেরে আহত করে। মাদরাসা কমিটির আধিপত্য নিয়ে হামলার ঘটনা বলে জানান ইব্রাহিম খলিল। হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই তিতাস উপজেলা জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা মোঃ নুরুল আমিন, সহসভাপতি মাওলানা আব্দুর রউফ, সহসভাপতি মাওলানা মোঃ জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সেলিম মিয়া ফখরুল তিতাস উপজেলা নির্বাহী অফিসার, তিতাস - মুরাদনগর পুলিশ সার্কেল এবং তিতাস থানার ওসি এর সাথে তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নিতে অনুরোধ করেন।