ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আলোকধারা সাহিত্য সাংস্কৃতিক সম্মিলনীর মূল্যায়ন সভা
Published : Friday, 14 January, 2022 at 12:00 AM
কুমিল্লার সদ্যসমাপ্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে "মুক্তির গান" শিরোনামে ভ্রাম্যমাণ গণসঙ্গীত ও কবিতা পাঠ অনুষ্ঠান পরবর্তী মূল্যায়ন সভা ও নৈশভোজ ১২ জানুয়ারি বুধবার সন্ধা ৭টায় কুমিল্লা নজরুল এভিনিউর কিং ফিশার রেষ্টুরেন্ট মিনি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
আলোকধারার আহবায়ক খন্দকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সংগঠক খায়রুল আনাম রায়হানের সঞ্চালনায় মূল্যায়ন সভায় সদ্য সমাপ্ত একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের সার্বিক দিক নিয়ে পর্যালোচনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বাবুল, কবি সৈয়দ আহমাদ তারেক। অনুষ্ঠান সমন্বয়ক আফরোজা সুলতানা মিলি, বিশিষ্ট সংস্কৃতিজন জাহিদুর রহমান মামুন, বাবু খোকন চন্দ, সংগঠনের সহ সঙ্গীত পরিচালক স্মৃতি  দাস, মঞ্জুর শাহীন, দীপক ঠাকুর, অপর্না সরকার নিপু, মীর সাফায়াত ফরহাদ, সাইফুল ইসলাম সাইফুদ্দিন,কানিজ ফাতেমা রোজী, স্বর্ণালী তমা, হুমায়ূন কবির প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট সংস্কৃতিজন বাবু খোকন চন্দ আলোকধারা সাহিত্য সাংস্কৃতিক  সম্মিলনী কমিল্লার সদস্যপদ গ্রহণ করায় উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে সংগঠনে বরণ করে নেন। সব শেষে আনন্দঘন পরিবেশে এক নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সসমাপ্তি হয়।