ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিসিএস ক্যাডারের ২১১ শিক্ষককে বদলি
Published : Friday, 14 January, 2022 at 12:00 AM
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে ১৮৫ জন সহযোগী অধ্যাপক এবং ২৬ জন প্রভাষক। দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি ও পদায়ন করা হয়েছে তাদের।
সংশ্লিষ্টদের আগামী ১৬ জানুয়ারি বদলি করা পদে যোগদানের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
বরুড়া উপজেলা  জাতীয় পার্টির বিভক্তি
মোহাম্মদ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) কমিটির বিভক্তি দেখা দিয়েছে। ১২ জানুয়ারী কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এর উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন বরুড়ার সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ে এক কাউন্সিলের মাধ্যমে আহবায়ক কমিটি ঘোষণা দেন।
এতে এডভোকেট রফি আহমদ ভুইয়া স্বপন কে আহবায়ক ও বাহার উদ্দিন ভুইয়া পাপ্পু কে সদস্য সচিব  করা হয়। গত ৯ জানুয়ারী বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম মাওলানা ইরফান বিন তোরাব আলীকে সভাপতি ও আখতারুজ্জামান ভুইয়াকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করে যান। তিনদিন পর বরুড়া উপজেলা জাতীয় পার্টির আরেকটি কমিটি ঘোষণা করা হল। উল্লেখ্য দুটো কাউন্সিলে সাবেক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাস্টার আবদুল বারীক অনুপস্থিত ছিলেন। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন আছে তাকে ঘিরে বরুড়া উপজেলা জাতীয় পার্টি এরশাদের আরেকটি কমিটি করা হতে পারে।