Published : Friday, 14 January, 2022 at 12:00 AM, Update: 14.01.2022 1:04:29 AM
ইসমাইল নয়ন।। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান পরিচালনা করে গতকাল বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা ও ফেনসিডিল সহ নারী মাদক কারবারি সহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার থানার এসআ হুমায়ুন কবির, সঙ্গীয় অফিসার এ এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ৬নং ব্রাহ্মণপাড়া ইউপির ধান্যদৌল বাজারের পশ্চিম দিকে শরীফ উদ্দিন ফার্নিচার দোকানের ২০গজ পশ্চিমে মহালক্ষীপাড়া গামী পাকা রাস্তার উপর হইতে মোঃ জহিরুল ইসলাম(২৮), পিতা-আঃ রহমান, সাং-দক্ষিণ তেতাভূমি(বাঁশতলী), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা এর দখল হইতে ০২কেজি গাঁজা** উদ্ধার করা হয়। অন্য দিকে এসআই জীবন কৃষ্ণ মজুমদার, সঙ্গীয় অফিসার এএসআই/কৃষ্ণ সরকার সঙ্গীয় ফোর্স সহ শশীদল ইউপিস্থ সাজঘর সাকিনের জনৈক মহসিনের মুদি দোকানের সামনে মন্দভাগ টু চান্দলা গামী পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী মোঃ আলমগীর হোসেন(৪৭), পিতা-মোঃ আব্দুল আজিজ@ আব্দুল গাজী, মাতা-মোসাঃ আকলিমা আক্তার, সাং-উলাশি (মির্জাপুর,গাজী বাড়ী), থানা-ঝিকরগাছা, এর দখল হইতে ০৪ কেজি গাঁজা এবং ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া এসআই জীবন কৃষ্ণ মজুমদার, সঙ্গীয় অফিসার এএসআই কৃষ্ণ সরকার সঙ্গীয় ফোর্স সহ ব্রাহ্মণপাড়া থানাধীন ০৪ নং শশীদল ইউপিস্থ সাজঘর সাকিনের জনৈক মহসিনের মুদি দোকানের সামনে মন্দভাগ টু চান্দলা গামী পাকা রাস্তার উপর হইতে মোঃ নাইম শেখ(২৩), পিতা-মৃতঃ মোজাফ্ফর শেখ, মাতা-মৃতঃ সুলতানা বেগম, সাং-খাগড়াবাড়ীয়া(কুটি বাড়ী), ইউপি-ওড়াকান্দি ০৫ নং ওয়ার্ড, থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ এর দখল হইতে ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ও এসআই আনোয়ার হোসেন, সঙ্গীয় অত্র ব্রাহ্মণপাড়া থানাধীন ব্রাহ্মণপাড়া টু দুলালপুর রোডস্থ দীর্ঘভূমি বঙ্গবন্ধু স্কুলের ব্রীজের সামনে পাকা রাস্তার উপর হইতে মোসাঃ জেসমিন আক্তার(৩২), পিতা-মৃত আলী আকবর, স্বামী-আসাদুজ্জামান সুমন, সাং-উত্তর তেতাভূমি, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা এর দখল হইতে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপেলা রাজু নাহা ঘটনার সততা স্বীকার করে বলেন গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা হয়েছে এবং তাদের কে কুমিল্লা আদালতে মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।