প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সালমানের অভিযোগ, প্রতিবেশী কেতন কক্কর এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন। এ কারণে মামলা করেছেন তিনি। সালমান খানের পানভেল ফার্ম হাউজের কাছে কেতনের একটি জমি রয়েছে।
তবে মুম্বাইয়ের সিটি সিভিল কোর্ট সালমানের পক্ষে কোনো অন্তর্র্বতীকালীন রায় দেননি বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
হিন্দুস্তান টাইমস জানায়, সালমান খানের মামলার প্রতিলিপিতে কেতন ছাড়াও আরও দুই জনের নাম রয়েছে। তারাও ওই শো’তে অংশ নিয়েছিলেন। ইউটিউব, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও এখানে পার্টি হিসেবে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অথবা তার ফার্ম হাউজ নিয়ে কেতন কোনো ধরনের বিরূপ বা মানহানিকর মন্তব্য করবেন না- এমনটিই চান সালমান খান।
এদিকে বিচারক অনিল এইচ লাদহাদের বিবাদী পক্ষকে তার জবাব দেওয়ার জন্য আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। ওইদিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে কেতন কক্কর যেন সালমানকে নিয়ে কোনো ধরনের মানহানিকর কিছু না বলে সে বিষয়ে অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা জারি চেয়ে আদালতে আবেদন করেছিল সালমানের লিগ্যাল টিম।
কিন্তু কেতনের পক্ষের আইনজীবী আভা সিং ও আদিত্য প্রতাপ এই আবেদনের বিরোধিতা করেন। তারা জানান, মামলার শুনানির মাত্র একদিন আগে পুরো বিষয়টি জানতে পারেন তার মক্কেল, তাই পুরো বিষয়টি বুঝে উঠতে আরও সময় চান তারা।
এ বিষয়ে অ্যাডভোকেট আভা সিং বলেন, সালমান যদি মামলা দায়েরের জন্য এক মাস অপেক্ষা করতে পারেন তবে কেতন কক্করকে তার জবাব দেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া উচিত।