ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ইউপি নির্বাচন
তিন চেয়ারম্যানসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা
Published : Sunday, 16 January, 2022 at 12:00 AM, Update: 16.01.2022 12:49:30 AM
 তিন চেয়ারম্যানসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণাশাহীন আলম, দেবিদ্বার।
দেবিদ্বার উপজেলার ইউপি নির্বাচনে ১৫ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত যাচাই-বাছাই শেষে ঋণখেলাপী, আয়-ব্যয়ের হিসাব ও বয়স কম হওয়ায় তিন চেয়ারম্যান ও একজন  সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত নারী আসনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার মো.আলতাফ হোসেন। এ ছাড়া অবশিষ্ট মোট ৯৫৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রাথীরা হলো,  ভানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আবু হানিফের ঋণ খেলাপি, গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের চেয়াম্যান প্রার্থী মো.সফিকুল ইসলামের আয়-ব্যয় সংক্রান্ত নথি জমা না দেওয়া, জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. ইমরান হোসেনের বয়স কম হওয়ায় তাদের মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করা হয়। এছাড়া সাধারণ সদস্য পদে রাজামেহার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো.বাহাদুর হোসেন ও গুনাইঘর দক্ষিণের সংরক্ষিত নারী আসনের মোসা.পপি আক্তারের বয়স কম হওয়ায় তাদেরও প্রার্থীতা বাতিল ঘোষনা করা হয়। দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, আসন্ন সপ্তম ধাপের  দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১৭ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৬০৪ ও সংরক্ষিত আসনে ২৩৬ জন প্রতিদ্বন্ধীতা করবেন।
দেবিদ্বার  উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন হোসেন জানান, ঋণ খেলাপি, আয় ব্যয়ের নথি জমা না দেয়া ও বয়স কম হওয়ায় তিন চেয়ারম্যান প্রার্থী ও একজন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত নারী সদস্যের বয়স কম হওয়ায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে  তিন চেয়ারম্যান প্রার্থীসহ সবাই আপিল করতে পারবেন। আপিলে যদি বৈধ হন তাহলে নির্বাচনে আসার সুযোগ পাবেন। আর সেখানেও অবৈধ হলে তাঁরা নির্বাচনের সুযোগ হারাবেন।