প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ফারুক, সেক্রেটারি এড. আবদুল জলিল
Published : Sunday, 16 January, 2022 at 12:00 AM, Update: 16.01.2022 12:50:14 AM
কুমিল্লা
জেলা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ এর সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে
সম্মেলন শুরু করেন কেন্দ্রিয় ও জেলা নেতা-কর্মীরা। পরে টাউন হলের
মুক্তিযোদ্ধা কর্নারে আলোচনা সভায় অংশ নেন অতিথি ও বক্তারা। সভায় কুমিল্লা
জেলা কমিটির নতুন সভাপতি হিসেবে প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ফারুক ও
সেক্রেটারি এডভোকেট আবদুল জলিলের নাম ঘোষনা করা হয়।
ন্যাপের কার্যকরি
সভাপতি আইভি আহমেদ সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বলেন ,নারী ও নতুন প্রজন্মকে
উদ্বুদ্ধ করে ন্যাপকে আরো শক্তিশালী করার মাধ্যমে মানুষের ঘরে ঘরে গিয়ে
আমাদের দলের নেতা অধ্যাপক মোজাফফর আহমদ এর আদর্শ পৌছে দেয়া হোক।
জেলা
সম্মেলনে ন্যাপের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সম্মেলন কমিটির
আহবায়ক মোহাম্মদ আলী ফারুকের সভাপতিত্বে ভার্চুয়াল ভাবে প্রধান অতিথির
বক্তব্য রাখেন অধ্যাপক মোজাফফর আহমেদ এর কন্যা আইভি আহমেদ। বিশেষ অতিথির
ছিলেন,ন্যাপের প্রেসিডিয়াম সদস্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল
হোসেন,প্রেসিডিয়াম সদস্য কাজী সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির
প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুর রহমান,ন্যাপের চট্টগ্রাম কেন্দ্রীয়
কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশোক দেব জয়,বিভাগের সাধারণ সম্পাদক মিটুল
দাশ গুপ্ত। বক্তব্য রাখেন।,কুমিল্লার সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট
গোলাম ফারুক, গবেষক ড. আলী হোসেন চৌধুরী,কমরেড আনোয়ার হোসেন,খাদেম মোঃ
ফিরোজ, গাজী এম. এ ওয়াহিদ সাবুরী বখশী,চট্টগ্রামের ন্যাপ নেতা আবদুল
কাদের,আবদুল মমিন,রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান,কুমিল্লা
ন্যাপ নেতা আবদুর রব,ন্যাপ নেতা জাহাঙ্গীর আলম,জাসদ সভাপতি অধ্যক্ষ শফিকুর
রহমান প্রমূখ।
উল্লেখ্য ধর্ম-কর্ম গণতন্ত্রের নিশ্চয়তাসহ সমাজতন্ত্রই
মুক্তির পথ" এ শ্লোগানকে ধারণ করে বক্তারা বলেন, ন্যাপের প্রতিষ্ঠাতা
অধ্যাপক মেজাফফর আহমেদ স্বাধীনতার পদকে ভূষিত হয়েও তিনি বিনয় চিত্তে তা
গ্রহণ করেননি বলে বক্তারা বলেন। সমাজের ধনী গরীবের বৈষম্য দূর করা ন্যপের
মূল উদ্দেশ্য। কুমিলা ন্যাপের নতুন কমিটি ঘোষণা করা হয়।