ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোবার্টে পিষ্ট ইংল্যান্ড
Published : Monday, 17 January, 2022 at 12:00 AM
হোবার্টে পঞ্চম টেস্ট জিততে ২৭১ রান করা লাগতো ইংল্যান্ডের। বিনা উইকেটে ৬৮ রান তুলে তার ইঙ্গিতও দিচ্ছিল। কিন্তু অজিদের বোলিং তোপে ব্যর্থতার বাজে নজির রাখলো সফরকারী দল। তৃতীয় দিনে ৫৬ রানে ১০ উইকেট হারিয়ে শেষ টেস্ট ১৪৬ রানে হেরেছে ইংল্যান্ড। তাতে অ্যাশেজের সিরিজটা ৪-০ তে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
বাজে ব্যাটিংয়ের কথা এজন্যই বলা হচ্ছে দুই ওপেনার রোনি বার্নস ও জ্যাক ক্রলির ২৬ ও ৩৬ রানই ছিল সবচেয়ে উল্লেখযোগ্য ইনিংস। অধিনায়ক জো রুট তো মাত্র ১১ রানে ফিরেছেন। বাকিরা শুধু আসা-যাওয়া করেছেন!
অথচ দিবা-রাত্রির টেস্টে দলকে দারুণভাবে ম্যাচে রেখেছিলেন ইংলিশ পেসার মার্ক উড। ৩৭ রানে ৬ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে বেঁধে রাখেন ১৫৫ রানে। তাতে লক্ষ্যটাও ২৭১ রানের বেশি হয়নি। অজিদের ব্যর্থতার দিনে অ্যালেক্স ক্যারির ৪৯ রানের লড়াইটা না হলে অবস্থাটা আরও বেশি বাজে হতে পারতো। অথচ এই লক্ষ্য পেয়েও ইংলিশরা গুটিয়ে গেলো তিন দিনের মাঝেই! ৫৬ রানে ১০ উইকেট পড়েছে ২২.৫ ওভারে।
বার্নস ও ক্রলির শুরুটা ছিল আলো ঝলমলে। চা বিরতির আগে সেই শুরুতে ধস নামে ক্যামেরন গ্রিন বার্নসকে ফেরালে। বিরতির পর অজি এই পেসারের বলেই সাজঘরের পথ ধরেছেন ক্রলি, মালান। তার পর স্কট বোল্যান্ড, প্যাটি কামিন্স চেপে ধরলে ১২৪ রানেই শেষ হয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
১৮ রানে ৩ উইকেট নেন স্কট বোল্যান্ড। ২১ রানে সমসংখ্যক উইকেট ক্যামেরন গ্রিনের।৪২ রানে ৩টি নিয়েছেন প্যাট কামিন্সও। ৩০ রানে একটি নিয়েছেন মিচেল স্টার্ক।    
শেষ টেস্ট হেরে যাওয়ায় ইংল্যান্ড জয়হীন থাকলো ১৫টি ম্যাচ।  ম্যাচ ও সিরিজ সেরা দুটোই হয়েছেন ট্রাভিস হেড। এই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি মোট ৩৫৭ রান করেছেন তিনি।