ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১১৬ কেন্দ্রের ফলাফল: আইভী ৯৬৪৫৭ ভোট, তৈমূর ৫৫০৫০
Published : Sunday, 16 January, 2022 at 6:33 PM
১১৬ কেন্দ্রের ফলাফল: আইভী ৯৬৪৫৭ ভোট, তৈমূর ৫৫০৫০নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে শান্তিপূর্ণ নির্বাচন শেষে ফল ঘোষণা করা হচ্ছে। ১৯২টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১১৬টি কেন্দ্রের ফল জানা গেছে। এই ১১৬ কেন্দ্রে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৯৬ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার হাতী প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৫০ ভোট।

এর আগে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ​ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররা।

তবে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে। এর জন্য ইভিএমকে দায়ী করছেন ভোটাররা। ইভিএমে ভোট দিতে গিয়ে নানা সমস্যায় পড়ার কথাও জানিয়েছেন তারা। তবে নতুন ভোটাররা ইভিএমে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

কেন্দ্র পরিদর্শনে এসে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীদের এজেন্ট ছিল। নারী ভোটারদের উপস্থিতি বেশি। ভোটগ্রহণ নিয়ে কোনো মেয়র বা কাউন্সিলর প্রার্থী লিখিত বা মৌখিক অভিযোগ করেননি।