ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গৃহহীনদের ঘর নির্মাণের উদ্যোগ
৯৬ লক্ষ টাকা ব্যয়ে তৃতীয় দফায় ৪০টি গৃহ নিমার্ণের উদ্যোগ
শাহীন আলম
Published : Sunday, 16 January, 2022 at 4:55 PM
দেবিদ্বারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গৃহহীনদের ঘর নির্মাণের উদ্যোগকুমিল্লার দেবিদ্বার আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মাণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আশিক উন নবী তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. ইব্রাহীম খান, চেইনম্যান জয়দল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা। 
জানা যায়, রাজামেহার ইউনিয়নের মরিচা মৌজার ৯৯১ দাগে ৬৪ শতাংশ সরকারি ভূমিতে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য ২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় উপজেলা প্রশাসন। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে ওই ভূমিতে অবৈধভাবে দখলে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। 
অপরদিকে, উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে ১৬টি পরিবারের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ নির্মাণের কাজ পরিদর্শন করেন ইউএনও আশিক উন নবী তালুকদার। 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলায় তৃতীয় দফায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য প্রতিটি ঘরের জন্য ২ লক্ষ ৪০ হাজার টাকা করে মোট ৪০টি ঘর নির্মাণের কাজ শুরু করেছে দেবিদ্বার উপজেলা প্রশাসন। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন,  রাজামেহারের মরিচায় গৃহহীনদের জন্য ২০ টি ঘর নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অপরদিকে, সুলতানপুর ইউনিয়নের রাধানগরে ১৬টি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। ঘরের কাজ পরিদর্শন করেছি। প্রতিটি ঘর যেন টেকসই ও বাসযোগ্য করে নির্মাণ করা হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে।