ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোডসে মুগ্ধ কুমিল্লার কোচ সালাউদ্দিন
Published : Tuesday, 18 January, 2022 at 12:00 AM
হেড কোচ করার জন্যই রোডসের সঙ্গে যোগাযোগ করেছিল কুমিল্লা। কেননা শুরুর দিকে কুমিল্লার হেড কোচ হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি দেননি সালাউদ্দিন। তাই হেড কোচের খোঁজে রোডসের সঙ্গে যোগাযোগ করে দলটি।
হেড কোচ হবার প্রস্তাবে রোডস রাজি হয়ে গেলেও এর মাঝেই আবার সালাউদ্দিনের সঙ্গে কথা পাকাপাকি হয় কুমিল্লার। তাই সালাউদ্দিনকেই হেড কোচ রেখে রোডসকে পরামর্শক হিসেবে কাজে লাগানোর পথে হাঁটে দুইবারের বিপিএল চ্যাম্পিয়নরা।
আগামীকাল থেকে শুরু হবে বিপিএলের মূল প্রস্তুতি, তার আগেই আজ মিরপুরে দেখা মিললো কুমিল্লার কোচ খেলোয়াড়দের। আজই ঢাকায় পা রেখে দলের সাথে যোগ দেন স্টিভ রোডস। এদিন কুমিল্লার ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে।
রোডস মুগ্ধ করেছেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। রোডসের পরামর্শ ও দিকনির্দেশনায় কাজ করা সহজ হবে, এমন বিশ্বাস থেকে সালাউদ্দিন বলেন, 'ভালো কিছু পেলে, দলের লাভ হলে তো খারাপ কিছু না। উনি অনেক অভিজ্ঞ, বাংলাদেশেরও প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের অন্যতম সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো কিছু আসতে পারে। আমাকে হয়ত অনেক ভালো তথ্য দিবেন, আমি হয়ত ভালো কিছু শিখতে পারব।'
সালাউদ্দিন বলেন, 'সে খুব বিনয়ী, ভালো মানুষ, এসেই ছেলেদের কাছে নিজের ভূমিকা পরিস্কার করেছে। ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছে, কীভাবে কী করতে হবে এসব নিয়ে। সে দলের পরামর্শক হিসেবে আছে।'