Published : Monday, 17 January, 2022 at 12:00 AM, Update: 17.01.2022 1:07:27 AM
তানভীর সাবিক, কুবি ||
কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (ক্ুুবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
রোববার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহমুদুল আলম
স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ
করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে কুমিল্লা
বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগ ৩১
জানুয়ারি,২০২২ অথবা তৎপরবর্তী যোগদানের তারিখ হতে কার্যকর হবে। তিনি
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের
বর্তমান উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান
বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর চার বছরের মেয়াদকাল শেষ হবে আগামী
৩১ জানুয়ারি।