ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
Published : Tuesday, 18 January, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন  রোববার  সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সময়ে যথাযথ নিয়মে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান। সহকারি প্রিসাইডিং অফিসার মো. আরিফুল আজম ও ফেরদাউস আলম। ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অভিভাবক সদস্যের উক্ত নির্বাচনে ৪ টি পদের বিপরীতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। প্রার্থীরা হলেন মো. ফারুক আহাম্মদ ভুইয়া, মো. মীর হোসেন, মো. আবু জাহের, মো. কামাল হোসেন, মো. ফরহাদ উদ্দীন, মো. শেখ জামাল, আলী হোসেন ও আবদুস ছালাম। বিজয়ী ৪ জন অভিভাবক সদস্যরা হলেন- মো. ফরহাদ উদ্দীন ২৯২ ভোট পেয়ে ১ম, মো. ফারুক আহাম্মদ ভূইয়া ২৭৮ ভোট পেয়ে ২য়, ২৫০ ভোট পেয়ে আবদুস ছালাম ৩য় এবং মো. এনামূল হক ২২৪ ভোট পেয়ে চতূর্থ স্থান অধিকার করে বেসরকারিভাবে নির্বাচিত হয়। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মীর হোসেন মিঠূ, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মাকসুদ আলমসহ অন্যান্যরা নির্বাচন পরিদর্শন করেন। এসময় এসআই নয়ন, আরাফাত হোসেনসহ অন্যান্য পুলিশ ফোর্সগণ উপস্থিত ছিলেন। এছাড়া, সার্বিক সমন্বয়কের দায়িত্বে ছিলেন ভরাসার বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক আরিফ কাউছার, সিনিয়র শিক্ষক আবদুল ওয়াদুদ খন্দকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে নির্বাচিত অভিভাবক সদস্য ও প্রিসাইডিং অফিসারের সাথে এক ফটো সেশনে মিলিত হন।