করোনাকে
সঙ্গী করেই আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল অষ্টম আসরের।
উদ্বোধনী দিনে রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম
চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সাকিবের ফরচুন বরিশাল। দুপুর দেড়টায় শুরু হবে
এই ম্যাচ। পরের বিগ ম্যাচে মুশফিকের খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে
মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহ’র মিনিস্টার গ্রুপ ঢাকা। এই ম্যাচটি মাঠে
গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। প্রত্যেক দলই আশাবাদী জয় দিয়ে আসর শুরু করতে।
আর
মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মাঠে গড়াবে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে
বড় টুর্নামেন্ট চার-ছক্কার বিপিএলের অষ্টম আসর। তারকাদের উপস্থিতিতে সরগরম
মিরপুরের হোম অব ক্রিকেট। এক দল যায় তো অন্য দল হাজির নিজেদের প্রস্তুত
করতে।
করোনাকালের প্রথম বিপিএল। তাই অনেকটাই নতুন রূপে হচ্ছে এবারের
আসর। দর্শক নিষেধাজ্ঞার সঙ্গে বায়োবাবল, ম্যাচে ডিআরএস না থাকা সবই অষ্টম
আসরের সঙ্গী। তারপরও মাঠের লড়াইয়ে ঘাটতি রাখতে চায় না দলগুলো। চট্টগ্রাম
থেকে বরিশাল, সাকিব থেকে মিরাজ সবাই আত্মবিশ্বাসী জয় দিয়ে আসর শুরু করতে।
শুক্রবার
সন্ধ্যার বিগ ম্যাচে লড়বে ঢাকা ও খুলনা। মাশরাফি, তামিম মাহমুদউল্লাহকে
দলে নিয়ে ড্রাফটে যেমন চমক দিয়েছে ঢাকা, তেমনি মাঠে লড়াইয়েও রোমাঞ্চ ছড়ানোর
অপেক্ষায় দলটি। আন্দ্রে রাসেল, মোহাম্মেদ শেহজাদরাও টি-টুয়েন্টিতে যে কোন
বিচারে কার্যকরী। অন্যদিকে, দলে বড় কোন নাম না থাকলেও সৌম্য, সিকান্দার
রাজাদের নিয়ে আশাবাদী খুলনার মুশফিক। ছয় দলের অংশগ্রহণ, ২৯ দিনের মেগা
উভেন্টের ৩৬ ম্যাচ, যতটা না রোমাঞ্চিত তার চেয়েও বেশি উদ্বিগ্ন দর্শক
ওমিক্রন সতর্কতায় মাঠে প্রবেশের অনুমতি না থাকায়।