Published : Friday, 21 January, 2022 at 12:00 AM, Update: 20.01.2022 11:56:34 PM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে চিতোষী নুরুল আমিন মজুমদার
ডিগ্রী কলেজ ও নাঙ্গলকোটের ভোলাইন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো.
জাহাঙ্গীর আলম মজুমদার ইন্তেকাল করেছেন। ২০ জানুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে
ছয়টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ
করেন তিনি। তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।
নিহতের পারিবারিক সূত্র জানায়,
লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য জাহাঙ্গীর আলম
মজুমদারকে গত ১১ জানুয়ারি শারীরিক অসুস্থতা নিয়ে লাকসাম জেনারেল হাসপাতালে
ভর্তি করা হয়। এরপর শরীরের করোনা উপসর্গ দেখা দিলে ১৩ জানুয়ারি রাতে লাকসাম
জেনারেল হাসপাতালে থেকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর
করা হয় এবং ১৫ জানুয়ারি সকালে কোভিড পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। এদিকে
তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ১৬ জানুয়ারি কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বৃহস্পতিবার ভোরে মারা
যান।
এদিকে তাঁর মেয়েও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাঁর
গ্রামের বাড়ি লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের রমাভল্লবপুরে
স্বাস্থ্যবিধি মেনে আজ বিকেলে দাফন করার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা।
অপরদিকে, গত কয়েক বছর আগে তাঁর সহধর্মিনী মারা যান। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি লাকসামের নশরতপুরে বসবাস করতেন।
সাবেক
কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের মৃত্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
এমপি, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, লাকসাম উপজেলা
চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল
খায়ের, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল কুদ্দুস,
সাধারণ সম্পাদক আওরঙ্গজেব খান রুবেল গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের
প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।