Published : Friday, 21 January, 2022 at 12:00 AM, Update: 20.01.2022 11:56:58 PM
দেশে
প্রথমবারের মতো এসেছে জনসন অ্যান্ড জনসনের করোনা প্রতিরোধী টিকা।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ৩ লাখ ৩৬ হাজার ডোজ টিকা দেশে এসে
পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেলো বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির
সদস্য সচিব ডা. শামসুল হক। প্রসঙ্গত, জনসনের এটি এক ডোজের টিকা। এর আগে
বাংলাদেশে যত টিকা দেওয়া হচ্ছে তার সবগুলোই দুই ডোজের।
জনসনের এই টিকা রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। কোনও ফ্রিজারের প্রয়োজন হয় না।