ক্রিকেট খেলাটা কাগজে হয় না: ডু প্লেসি
Published : Saturday, 22 January, 2022 at 12:00 AM
উদ্বোধনী দিনে খেলা নেই বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের। শনিবার আসরের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে কুমিল্লা। তার আগে শুক্রবার শেষবারের অনুশীলনে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন কুমিল্লার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি।
স্বাভাবিকভাবেই যে কোনো টপঅর্ডার ব্যাটারের লক্ষ্য থাকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া অথবা ওপরের দিকেই থাকা। ডু প্লেসিরও লক্ষ্য এটি। তবে এটি তার প্রথম লক্ষ্য নয়। দলকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়া ডু প্লেসির প্রথম লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য হলো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকা।
শুক্রবার অনুশীলন শেষে ডু প্লেসি বলেছেন, ‘আমার প্রথম লক্ষ্য হলো টুর্নামেন্টের শিরোপা জেতার। আর দ্বিতীয় লক্ষ্য হলো ব্যাটার হিসেবে প্রতিটি ম্যাচে যত বেশি সম্ভব অবদান রাখা। আর টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকা।'
কাগজে-কলমে আসরের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা। ঠিক উল্টো অবস্থা সিলেট সানরাইজার্সের। মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দলকে শিরোপার দাবিদার হিসেবে বিবেচনা করছে না কেউই। তবে এই আলোচনায় কান দিতে রাজি নন ডু প্লেসি।
এ বিষয়ে প্রোটিয়া তারকার ভাষ্য, ‘ক্রিকেট খেলাটা কাগজে হয় না। এই বিষয়টা বোঝার মতো যথেষ্ট ম্যাচ খেলেছি আমি। এই টুর্নামেন্টে অনেক শক্তিশালী দল ও খেলোয়াড় আছে। আমাদের নিশ্চিত করতে হবে যেনো ভালো খেলি এবং সামর্থ্যের পুরোটা দিতে পারি।'
তিনি আরও যোগ করেন, 'টুর্নামেন্টের শুরুতেই আপনাকে দলের ভারসাম্যটা খুঁজে পেতে হবে যে আপনার কোন একাদশ নিয়ে খেলা উচিত। টুর্নামেন্ট যতোই সামনে এগুবে আমরা আমাদের সেরা দল খুঁজে পেয়ে যাবো।'