বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠান
Published : Saturday, 22 January, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবংগাউছিয়া ইসলামিক মিশন ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর , চকবস্তা,কোদালিয়া, ছিনাইয়া, শ্রীমন্তপুর, জঙ্গলবাড়ি ও কালিকাপুর গ্রামের সুবিধাবঞ্চিত, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। আনন্দপুর হযরত শাহসুফি ফকির আব্দুস সালাম (রহ): মাজার- মসজিদ প্রাঙ্গণে গতকাল ২১ জানুয়ারি , শুক্রবার সকাল ১০ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে অতিথি ছিলেন,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাজী মোঃ এমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জয়নাল হোসেন শামীম। বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ ফজলুর রহমান সাবেক মেম্বার, প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বার, রফিজুল ইসলাম সাবেক মেম্বার, ব্যবসায়ি মোঃ হাছান মিয়া, সালাম শাহ রহঃ এর খাদেম মোঃ আলী মিয়া, মাজার শরীফ পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ আলী আশরাফ, সাধারণ সম্পাদক ব্যবসায়ি মোঃ হোসেন,প্রবাসি মোঃ জয়নাল হোসেন, হাজী মোঃ জামাল হোসেন, সাখাওয়াত হোসেন, মোঃ ইমন, সাংবাদিক মারুফ হোসেন ও তোফায়েল আহমেদ সহ সংগঠনের সদস্য মোঃ নাজমুল, রবিউল, রায়হান,এনামুল হক,রিয়াজ, শরীফুল ইসলাম ও জুনাইদ ইসলাম আসিফ ও শাহিদুল ইসলাম আরিফ। এসময় সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম জাবির বলেন, একটি সুখী সমৃদ্ধশালী দেশ ও সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি আমরা ।যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে এবং মানবতার পাশে দাঁড়াবে সবাই। এ লক্ষ্যে আলোকিত যুব উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি। সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতা প্রদান করছি। আগামী দিনেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ । তিনি ,বর্তমান সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক টানাপোড়ন- অন্যদিকে শীতের কষ্ট সর্দি-ঠান্ডার সহ করোনা ওমিক্রন রোগের প্রাদুর্ভাবে অনিশ্চিত জীবন যাপন করছে দেশের মানুষ। তাদের পাশে সহযোগিতার হাত নিয়ে সরকার সহ সকলের দাঁড়ানো উচিত । কিন্তু দুঃখজনক হলেও সত্য এ ব্যাপারে তেমন কোনো কার্যক্রম আমরা দেখছি না । এমতাবস্থায় আমরা মানুষের দুর্দশা লাঘবে আমাদের সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছি এবং সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।