ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উন্নত জাতি গঠনে বিদ্যালয়ে ঝড়ে পড়া রোধের বিকল্প নেই--ডা. প্রাণ গোপাল দত্ত এমপি
Published : Saturday, 22 January, 2022 at 12:00 AM, Update: 22.01.2022 1:03:04 AM
উন্নত জাতি গঠনে বিদ্যালয়ে ঝড়ে পড়া রোধের বিকল্প নেই--ডা. প্রাণ গোপাল দত্ত এমপিরণবীর ঘোষ কিংকর।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, করোনাকালিন সময়ে আমাদের অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে ঝড়ে পড়েছে। যা জাতির জন্য মারাত্মক ক্ষতির ইঙ্গিত বহন করছে। উন্নত জাতি গঠনে যে কোন উপায়ে বিদ্যালয়ে ঝড়ে পড়া রোধ করতে হবে। শুক্রবার (২১ জানুয়ারী) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার উত্তর হারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতা পদবপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক প্রাণ গোপাল দত্ত এমপি আরও বলেন, করোনার অযুহাতে অভিভাকদের অসচেতনতা ও শিক্ষকদের উদাসিনতায়ই বেশ কিছু শিক্ষার্থী ঝড়ে পড়েছে। যাদের অধিকাংশই মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের এবং মেয়ে শিক্ষার্থী।
অনেক মেয়ে শিক্ষার্থীরা শুধু ঝড়েই পড়েনি। তাদেরকে বিয়ে দিয়ে সংসার জীবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে ওইসব মেয়েরা শুধু শিক্ষাজীবন থেকেই ঝড়ে পড়েনি, তারা আদর স্নেহ ভালবাসা থেকেও বঞ্চিত হয়েছে। কিছুদিন পর ওই শিশুটি নির্যাতনেরও শিকার হবে।
প্রধান অতিথি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের ফুল দিয়ে বরণ না করে ওই টাকায় শিক্ষার্থীদের হাতে টিফিন ও চকোলেট তুলে দেন, দেখবেন শিশুরা সব শিশুরাই বিদ্যালয় মুখী হবে।
উপজেলা সহকারি কমিশনার (এসি ল্যান্ড) রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া।
বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক হেলেনা বেগম। গীতা পাঠে ছাত্র প্রণব দেনাথ ও কোরআন তেলোয়াতে ছাত্র লাবিব হোসেন ভূইয়া অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, আওয়ামীলীলীগ নেতা আব্দুল মতিন কমিশনার, শামীম হোসেন, নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক কমল বক্সী, পৌর কাউন্সিলর আবু কাউসার প্রমুখ।