বরুড়ায় ওমিক্রন মোকাবেলার প্রস্তুতি সভায় স্বেচ্ছাসবীদের মিলন মেলা অনুষ্ঠিত
মোঃ ইলিয়াছ আহমদ
Published : Saturday, 22 January, 2022 at 7:09 PM
কুমিল্লার বরুড়ার ঝলম হক কাবাব রেস্টুরেন্টে এস কিউ ফাউন্ডেশনের উদ্যোগে ২২ জানুয়ারী শনিবার ওমিক্রন প্রতিরোধ প্রস্তুতি ও সেচ্ছাসেবীদের মিলন মেলার আয়োজন করা হয়। এসকিউ ফাউন্ডেশন সদস্য সচিব মোঃ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদার, সাবেক বরুড়া পৌরসভার মেয়র বাহাদুরুজ্জান, ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, গ্লোবাল ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা ব্যবস্হাপক স্বেচ্ছাসেবী মোঃ শাহানুর আলম, ওরাই আপনজন সংগঠনের সভাপতি সাংবাদিক ইলিয়াছ আহমদ, ঝলম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, মাস্টার মোঃ দেলোয়ার হোসেন, অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন স্বোচ্ছাসেবী মোঃ ফারুক, তানভির, কবি সবুজ, শহীদ, হিরন, ইমদাদুল ইসলাম, গোলাম কিবরিয়া বাপ্পি, আমিনুল ইসলাম, ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ ইদ্রিস, সহ ১৫ ইউনিয়ন থেকে ১৫ জন স্বেচ্ছাসেবী বক্তব্য রাখেন।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি মোঃ আজহার সুমন। করোনা কালীন সময় এসকিউ ফাউন্ডেশন উপজেলা ব্যাপী ফ্রী অক্সিজেন সেবা দিয়ে আসছিল। যারা এ কাজে জড়িত ছিল তাদের কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এসকিউ ফাউন্ডেশন থেকে। ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ তোফায়েল আহমেদ এর সার্বিক ব্যবস্হাপনায় এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। ওমিক্রন মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার জন্য সকল স্বেচ্ছাসেবীদের কে তৈরী থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এস কিউ ফাউন্ডেশন খাদ্য সামগ্রী, শীতার্ত মানুষের মাঝে কম্বল সহ নানাহ বিষয় কাজ করে যাচ্ছে।