এবার পাল্টা জবাবে চীনগামী ৪৪টি ফ্লাইট স্থগিত করলো মার্কিন সরকার। করোনা মহামারির বিধিনিষেধ হিসেবে চীন কয়েকটি মার্কিন এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত করায় জবাবে শুক্রবার এমন পদক্ষেপ নেওয়া হয়। খবর রয়টার্স এর।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ বলেছে, এই স্থগিতাদেশ শুরু হবে ৩০ শে জানুয়ারি সিয়ামেন এয়ারলাইন্সকে দিয়ে। ওইদিন লস অ্যানজেলেস থেকে সিয়ামেনগামী ফ্লাইট যাওয়ার কথা ছিল। এই নির্দেশ বহাল থাকবে ২৯ শে মার্চ পর্যন্ত। এ সিদ্ধান্ত বহাল থাকবে সিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ক্ষেত্রে।
কিছু যাত্রীর দেহে করোনা পজেটিভ পাওয়ার পর ৩১শে ডিসেম্বর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের ২০টি, আমেরিকান এয়ারলাইন্সের ১০টি এবং ডেল্টা এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট স্থগিত করেছে চীন কর্তৃপক্ষ।