Published : Sunday, 23 January, 2022 at 12:00 AM, Update: 23.01.2022 12:41:08 AM
নিজস্ব
প্রতিবেদক ।। আসন্ন কুমিল্লার বুড়িচং উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনের
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জানুয়ারি। ৯ টি ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান পদপ্রার্থী ছিল মোট ৬১ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ছিল
৮২ জন এবং সাধারণ সদস্য সংখ্যা ছিল ৩৫৭ জন। এর মধ্যে মনোনয়ন পত্র
প্রত্যাহার করেছে মোট চেয়ারম্যান পদপ্রার্থী ২০ জন, সংরক্ষিত মহিলা মেম্বার
প্রার্থী ১২ জন এবং সাধারণ সদস্য প্রত্যাহার করেছে ৪৩ জন। এর মধ্যে বিনা
প্রতিদ্বন্দ্বিতায় একজন ভারেল্লা উত্তর থেকে সাধারণ সদস্য , সংরক্ষিত মহিলা
মেম্বার ৪ জন নির্বাচিত হন।
বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ
দেলোয়ার হোসেন জানান, আগামী ৭ ফেব্রুয়ারী বুড়িচং উপজেলার ইউনিয়ন পরিষদের
নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ২৩ জানুয়ারি ছিল সকল প্রার্থীদের মনোনয়ন পত্র
প্রত্যাহারের শেষ দিন। এতে মোট ২০ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন পত্র
প্রত্যার করে। সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১২ জন এবং সাধারণ সদস্য ৪৩
জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
এর মধ্যে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন
এর স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক আহমেদ, আব্দুল বারেক, মোঃ
শওকত হোসেন, বুড়িচং সদরের মোঃ জহিরুল ইসলাম, বাকশীমূল ইউনিয়ন এর ইয়াসমিন
আক্তার, আনোয়ারুল কিবরিয়া, এমদাদুল হক, মফিজুল ইসলাম, ভারেল্লা উত্তর
ইউনিয়ন থেকে এম মজিবুর রহমান ডায়মন্ড। অপর দিকে পীর যাত্রাপুর ইউনিয়ন থেকে
চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন, রাজাপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ৮
জন এর মধ্যে এড. আবুল হোসেন জুয়েল, সাংবাদিক আবুল হোসেন ও শরীফুল ইসলাম
সোহেল। এখন নির্বাচনী মাঠে লড়বেন চেয়ারম্যান পদপ্রার্থী ৬১ জন, সংরক্ষিত
মহিলা মেম্বার প্রার্থী ৮২ জন এবং সাধারণ সদস্য ৩৫৭ জন।