ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউপি নির্বাচন
দেবিদ্বারে ১৫ চেয়ারম্যান প্রার্থীসহ ৬৭ জনের মনোনয়ন প্রত্যাহার
Published : Sunday, 23 January, 2022 at 12:00 AM, Update: 23.01.2022 12:41:23 AM
দেবিদ্বারে ১৫ চেয়ারম্যান প্রার্থীসহ ৬৭ জনের মনোনয়ন প্রত্যাহারশাহীন আলম, দেবিদ্বার।
আসন্ন ইউপি নির্বাচনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে  মোট ৬৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শনিবার বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়। উপজেলা নির্বাচন অফিসার  মো. আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাফরগঞ্জ ইউনিয়নের এ আর আনোয়ার, মোহনপুুরের মো. খোরশেদ আলম কিবরিয়া, মো. নাইরুজ্জামান,  আবদুছ সাত্তার খান, ধামতির আ. কাদের, গুনাইঘর দক্ষিণের মো. মাহবুবুর রহমান মুন্সি, মো. জসিম উদ্দিন, ইউসুফপুরের শাহ দুলাল চৌধুরী, মো.নজরুল ইসলাম, সোহেল রানা, ভানী ইউনিয়নের মো. জহিরুল ইসলাম, সুবিলের  মো. ফজলুল হক,  আবুল কালাম সরকার। এছাড়াও ৩জন সংরক্ষিত সদস্য ও ৪৯ জন সাধারণ সদস্য মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সাধারণ সদস্য পদে বড়শালঘরের ১০ জন, সংরক্ষিত আসনে ১ জন, ইউসুফপুরে সাধারণ সদস্য পদে ৪জন সংরক্ষিত আসনে ১ জন,  মোহনপুর সাধারণ সদস্য পদে ২জন, বরকামতায় সাধারণ সদস্য পদে ২ জন,   সুলতানপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫জন, ফতেহাবাদে সাধারণ সদস্য পদে ২জন, গুনাইঘর উত্তর ইউপিতে সাধারণ সদস্য পদে ১জন, গুনাইঘর দক্ষিন সাধারণ সদস্য পদে ৩জন, জাফরগঞ্জে সাধারণ সদস্য পদে ১ জন, এলাহাবাদে সাধারণ সদস্য পদে ৪জন, রাজামেহারে  সাধারণ সদস্য পদে ৩জন, ভানী ইউপিতে সাধারণ সদস্য পদে ৫জন, রসুলপুরে সাধারণ সদস্য পদে ৩জন ও সংরক্ষিত সদস্য পদে ১জন, সুবিলে সাধারণ সদস্য পদে  ৪জন মনোনয়ন প্রত্যাহারকরে নিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার  মো. আলতাফ হোসেন বলেন,  সপ্তম ধাপের ইউপি নির্বাচনে ১৫টি ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদে ১৫জন  মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও ৩জন সংরক্ষিত সদস্য ও ৪৯ জন সাধারণ সদস্য মনোনয়ন প্রত্যাহার করেছেন।  আগামী নির্বাচনে ১৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৩ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪৫জন এবং সাধারণ সদস্য পদে ৫৫৮জন  প্রতিদ্বন্দ্বীতা করবেন।