ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসাম বার্ড ইউনিটির কমিটি গঠন
Published : Monday, 24 January, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: “দেশীয় প্রজাতির পাখি ধরা, বিক্রি ও পোষা নিষিদ্ধ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লার লাকসামে শনিবার (২২জানুয়ারি) সন্ধ্যায় লাকসাম বার্ড ইউনিটির কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা জজ কোটের এপিপি এ্যাডভোকেট জাকির হোসেন সভাপতি, সহ-সভাপতি মোশারফ হোসেন ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা উপলক্ষ্যে মতবিনিময় সভায় মোঃ কামরুল হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন মেহেদী হাসান শাকিল, আবদুল্লাহ আল নাদিম, মোঃ হাবিব, মোঃ হাছান, আবদুল হান্নান, ফজলুল হক, জাহিদুল ইসলাম, আবদুল হাকিম প্রমুখ।
বক্তরা বলেন, দেশীয় পাখিরা গ্রামগঞ্জের ঝাউ-জঙ্গল, বাঁশ-ঝাড়ে বাস করলেও দ্রুত জনবসতি গড়ে ওঠায় এসব পাখিরা তাদের বাসস্থান পরিবর্তন করছে।
গ্রামাঞ্চলের মানুষ প্রয়োজনের তাগিদেই এনসব ঝাউ-জঙ্গল কেটে ফেলছে। ফলে হারিয়ে ফেলছে তাদের চিরাচরিত বাসস্থান। কিছুদিন আগেও মাঠ-ঘাট, ক্ষেতে-খামারে বিচিত্র ধরণের পাখিদের বিচরণ ছিল। পাখিরা সেসময় ঝাঁকে ঝাঁকে এসে পাখিরা তৃষ্ণা মেটাতো আর খাদ্য অনুসন্ধানে ব্যস্ত থাকতো। ফসলের মাঠে পাখি বসার দৃশ্য সচরাচর দেখা গেলেও এখন তা হারিয়ে যাচ্ছে।
অতীতে গ্রাম এলাকায় ব্যাপক হারে বক, শালিক, ঘুঘু, দোয়েল, বাবুই, টুনটুনি, চিল, পানকৌড়ি, ডাহুক, বালীহাঁস, কোকিল, কাকসহ বিভিন্ন পাখিদের দেখা যেত।
বিশেষ করে জাতীয় পাখি দোয়েল, ঘুঘু, বাওয়াই, শালিক, টুনটুনি, কাঠ ঠোকরা, কোকিল, ডাহুক, ক্যাসমেচি, বাবুই, মাছরাঙা, বটর, টেইটেরা, গোমড়া ও প্যাচাসহ অনেক পাখিকে আর দেখা যায়না।
শোনা যায় না এসব পাখির ডাক। গ্রামবাংলার অতি পরিচিত বসন্তে যে পাখি ‘বউ কথা কও’ বলে গ্রামের প্রতিটি মানুষকে মাতিয়ে তুলতো সেই পাখির দেখা আর পাওয়া যায়না। বর্তমান প্রজম্ম চেনেনা এসব পাখি। এসব পাখির ডাকও শোনেনা
কোন দিন। ফলে শিশু কিশোরদের কাছে দিন দিন হয়ে যাচ্ছে এসব পাখি ইতিহাস।
তাই দেশীয় প্রজাতির পাখি ধরা, বিক্রি ও পোষা সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে। লাকসাম বার্ড ইউনিটির সদস্যরা দেশীয় প্রজাতির পাখি নিধনকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
মত বিনিময় সভা শেষে কুমিল্লা জজ কোটের এপিপি এ্যাডভোকেট জাকির হোসেন কে সভাপতি, সহ-সভাপতি মোশারফ হোসেন ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
এছাড়াও মোঃ কামরুল হাসান, মেহেদী হাসান শাকিল, আবদুল্লাহ আল নাদিম, মোঃ হাবিব, মোঃ হাছান, আবদুল হান্নান, ফজলুল হক, জাহিদুল ইসলাম, আবদুল হাকিমকে র্নিবাহী কমিটির সদস্য ঘোষণা করা হয়।