Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM, Update: 03.02.2022 12:58:03 AM
এলজিইডি, কুমিল্লার আওতায় প্রায় তিনমাসব্যাপী পরিচালিত হলো সরকারের পক্ষে ক্রয়কারী কর্তৃপক্ষ, মূল্যায়ন ও উন্মুক্তকরণ কমিটির সদস্য হিসেবে কর্মরত কর্মকর্তাদের জন্য হাতে কলমে ইজিপি প্রশিক্ষণ "Training on e-GP for PE, TEC & TOC members of LGI's & LGED" under DIMAPPP (LGED Part) শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয় গতকাল ২ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি, কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী। প্রশিক্ষণটি এলজিইডি, কুমিল্লার ইজিপি রিসোর্স সেন্টারে গত বছরের ৭ নভেম্বর থেকে গতকাল ২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হয় এবং এতে ১২টি ব্যাচে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার এলজিইডি, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও বিভিন্ন পৌরসভার ২৪০ জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।
এতে পরামর্শক হিসেবে নিযুক্ত আছে ESCB-BETS JV যার আঞ্চলিক কর্মকর্তা হিসেবে কুমিল্লায় সার্বিক সমন্বয় করেন মোঃ মোশাররফ হোসেন। প্রশিক্ষণে অর্থায়ন করে Digitizing Implementation Monitoring and Public Procurement Project (DIMAPPP) শীর্ষক প্রকল্প যেটি বিশ্বব্যাংকের International Development Association (IDA) প্রদত্ত ঋণে পরিচালিত হয়। প্রকল্পটি ২০১৭-২০২২ মেয়াদে Implementation Monitoring and Evaluation Division (IMED) of Ministry of Planning Gi Central Procurement Technical Unit (CPTU) দ্বারা বাস্তবায়িত হচ্ছে। এলজিইডি, কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী ও প্রধান কোর্স সমন্বয়ক মীর্জা মোঃ ইফতেখার আলী বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সরকার সংস্থাসমূহের শতভাগ দরপত্র কার্যক্রম ইজিপির মাধ্যমে বাস্তবায়ন ত্বরান্বিত হবে। তিনি আরো বলেন, যে কর্মকর্তাদের পাশাপাশি ঠিকাদারদের জন্য ইতোমধ্যে দুইটি ব্যাচে ৪০ জন ঠিকাদার প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং আগামীতে আরো কয়েকটি ব্যাচে ঠিকাদারগণ প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাবেন।