ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যানজট নিরসনে কুমিল্লা নগরে উচ্ছেদ অভিযান
পুনরায় দখল চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM, Update: 03.02.2022 12:52:49 AM
যানজট নিরসনে কুমিল্লা নগরে উচ্ছেদ অভিযাননিজস্ব প্রতিবেদক: জনদুর্ভোগ কমাতে এবং যানজট নিরসনে কুমিল্লায় উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। গতকাল বুধবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের প্রথমদিন ৩ শতাধিক দোকানপাট ভেঙ্গে ফেলা হয়। সিটি করপোরেশন, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। উচ্ছেদের পর পুনরায় কেউ দখল চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে আইনানুগ ব্যবস্থা।
বুধবার অভিযানে কান্দিরপাড় থেকে চকবাজার পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাতের সকল অবৈধ দোকান রিকশাভ্যানে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও রাজগঞ্জ শাপলা মোড় থেকে কান্দিরপাড় মোড় পর্যন্ত সড়কটি ওয়ান ওয়ে করা হয়। যানজট নিরসনে গৃহীত সিদ্ধান্ত জানানো হয় কান্দিরপাড় থেকে কোন গাড়ি সরাসরি রাজগঞ্জ শাপলা মোড়ে যেতে পারবে না। ইউনিভার্সিটি বা স্কুল কলেজ কিংবা কোন সংস্থার বড় বাসগুলো কান্দিরপাড় বা পূবালী চত্বর মোড় ক্রস করতে পারবে না। অন্যত্র পাকিং করতে হবে। যাতে করে যানজট সৃষ্টি না হয়।
বুধবারের প্রথম দিনের অভিযানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেষ্ট্রিট মোঃ জিয়াউর রহমান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দত্ত ও ট্রাফিক ইন্সপেক্টর মোঃ এমদাদুল হক, কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।
অভিযানে অংশ নেয়া সংশ্লিষ্টরা জানান যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় অংশ নেয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, আমার লক্ষ্য হচ্ছে পুরো শহরকে যানজট মুক্ত করা। যারা এ উচ্ছেদের পরে পুনরায় দখলের চেষ্টা করবে- তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সিটি কর্পোরেশন যখনই যেভাবে সহযোগিতা চাইবে; সকল ভালো উদ্যোগের সাথে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা সহায়তা করবো।
উল্লেখ্য, গত রবিবার ৩০ জানুয়ারি কুমিল্লা সার্কিট হাউসে এক জরুরী সভায় কুমিল্লায় জেলা প্রশাসক, জেলা পুলিশ ও সিটি কর্পোরেশনকে নিয়ে জরুরী সভা করেন এমপি বাহার। এরপর ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মাইকিং করে সকল অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।