ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে নির্বাচনী সহিংসতা
বৃদ্ধের মৃত্যু এখন দুই প্রার্থীর নির্বাচনী ইস্যু!
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM, Update: 03.02.2022 12:53:01 AM
বৃদ্ধের মৃত্যু এখন দুই প্রার্থীর নির্বাচনী ইস্যু! শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী প্রচারণাকালে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে মারা যাওয়া সেই বৃদ্ধ এখন দুই প্রার্থীর নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়িয়েছে।  
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে নৌকা ও স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষ দেখে বৃদ্ধ সুরুজ মিয়া (৫০) স্ট্রোক করে মারা যান। এ ঘটনায় হাসান নামে এক যুবককে আটক করে পুলিশ। হাসান ওই ইউনিয়নের  আবদুল হালিম (পুলিশ) ছেলে। তবে বুধবার রাত ৮টায় থানায় খোঁজ নিয়ে জানা গেছে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
এদিকে, ওই বৃদ্ধের মৃত্যু নিয়ে দুই প্রার্থীরই পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুন বুধবার দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাঁর সমর্থক হালিম সরকার ও আবু তাহেরসহ অন্যান্যরা রাতে প্রচারণাকালে নৌকার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে তাঁর ৪/৫ জন সমর্থক আহত হয়। তিনি আরও বলেন, বৃদ্ধ সুরুজ মিয়া ঘটনার অনেক পরে বাড়িতে স্টোক করলে হাসপাতালে নেয়ার পথে সে মারা মারা গেছে, কিন্তু ওই বৃদ্ধের মৃত্যুকে ইস্যু করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ আমাকে বিভিন্ন জায়গা থেকে প্রয়োগ করা হচ্ছে। না হলে আমিসহ আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।
অপরদিকে, আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মো.কবির হোসেন বলেন, রাতে প্রচারণাকালে ইউসুফ গ্রামে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুনের সমর্থকরা হঠাৎ তাদের উপর হামলা চালায়। এতে তিনিসহ তাঁর ৪ কর্মী আহত হয়। এ সময় ঘটনাস্থলে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন সুরুজ মিয়া নামের তাঁর এক সমর্থক। তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, নিহত সুরুজ মিয়া কি কারণে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সুরুজ মিয়ার পরিবারের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর ১২ সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে।