ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুই বছর পর সীমান্ত খুলছে নিউ জিল্যান্ড
Published : Thursday, 3 February, 2022 at 12:28 PM
দুই বছর পর সীমান্ত খুলছে নিউ জিল্যান্ডকরোনার বিধিনিষেধ পর্যায়ক্রমে শিথিলের ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। করোনা মহামারির কারণে প্রায় দুই বছর ধরে সীমান্ত বন্ধ রাখে নিউ জিল্যান্ড সরকার।

প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেন, অস্ট্রেলিয়ায় আটকে থাকা করোনা টিকা নেওয়া নিউ জিল্যান্ডের বাসিন্দারা আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দেশে ফিরতে পারবেন। আর বিশ্বের অন্যান্য দেশে অবস্থানরত টিকা নেওয়া নাগরিকরা আসতে পারবেন আগামী ১৩ মার্চ থেকে। তবে দেশে ফিরে তাদের অবশ্যই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সরকারি কোয়ারেন্টিন সুবিধা বাতিলের কথাও উল্লেখ করেন তিনি।

নতুন পরিকল্পনায় পাঁচটি ধাপ রয়েছে। এরমধ্যে আগামী ১২ এপ্রিল থেকে প্রায় ৫ হাজার বিদেশি শিক্ষার্থী নিউ জিল্যান্ডে প্রবেশের অনুমোতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকালে নিউ জিল্যান্ড প্রধানমন্ত্রী বলেন, আমরা গন্তব্যে পৌঁছানোর পথে ঠিকভাবেই আছি। তবে আমরা এখনই কড়াকড়ি থেকে পুরোপুরি সরে আসছি না।

সূত্র: বিবিসি