ওমিক্রনের ধাক্কায় টালমাটাল গোটা বিশ্ব। এর মধ্যেই বায়ো বাবল তৈরি করে সিরিজ আয়োজন করছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। সুরক্ষা বলয় বানিয়েও অবশ্য শেষরক্ষা হচ্ছে না। বায়ো বাবলের মধ্যেই করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকে। সবশেষ এই তালিকায় যুক্ত হলো ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভার সিরিজের আগে দলটির ৭ খেলোয়াড় প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় স্কোয়াডে নতুন করে যোগ করা হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে।
ভারতীয় দল এই মুহূর্তে আহমেদাবাদে কোয়ারেন্টিনে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে নামার আগেই এসেছে বড় ধাক্কা। কোয়ারেন্টিন চলাকালেই দলের ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে চারজন খেলোয়াড়- শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, রুতুরাজ গাইকোয়াড় ও রিভার্জ পেসার নাভদীপ সাইনি। বাকি তিন জনের একজন ফিল্ডিং কোচ টি দিলিপ, একজন ম্যাসিয়ার ও একজন নিরাপত্তা কর্মকর্তা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিক্যাল টিম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি ভাইরাস পুরো বায়ো বাবলে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে ৬ ফেব্রুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া সিরিজ পিছিয়ে দেওয়া হতে পারে। সফরকারী ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলবে ভারত।
নির্বাচকরা ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল। বর্তমান পরিস্থিতিতে তিন ব্যাটার করোনায় আক্রান্ত হয়েছেন। এজন্য ডাক পড়েছে টপ অর্ডার ব্যাটার আগারওয়ালের।
দলের ভেতর করোনাভাইরাস কীভাবে ছড়ালো, তার ব্যাখ্যায় বিসিসিআই মনে করছে, ‘দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফ দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন, ফলে তাদের কেউ একজন অথবা কয়েকজন ভাইরাস বহন করে এসেছে।’
আহমেদাবাদে হবে সিরিজের তিন ওয়ানডে। ৫০ ওভার ক্রিকেটের সব ম্যাচ হবে দর্শকশূন্য মাঠে। তবে এই সিরিজ শেষে কলকাতায় হতে যাওয়া টি-টোয়েন্টিতে গ্যালারিতে থাকবে দর্শক। পশ্চিমবঙ্গ সরকার ইডেন গার্ডেনসে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে।