কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তন কক্ষে ১০৮জন সাধারন সদস্য ও ৩৬জন সংরক্ষিত মহিলা সদস্য- শপথ বাক্যপাঠ করান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক। শপথ অনুষ্ঠানে উপজেলার ১নং কাশিনগর,২নং উজিরপুর,৩নং কালিকাপুর,৪নং শ্রীপুর,৫নং শুভপুর,৬নং ঘোলপাশা,৮নং মুন্সিরহাট,৯নং কানকাপৈত,১০নং বাতিসা,১১নং চিওড়া,১২নং গুনাবতী ইউনিয়নের নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য শপথ নেয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তৈয়ব,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইদুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দীন।
নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক নির্বাচিত সদস্যদের শপথ বাক্য শেষে বলেন আপনেরা জনগনের ভোটে নির্বাচিত সদস্য জনগনের সুখে,দুঃখে আপনারা পাশে থাকবেন এবং সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন।