ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ইউএনওর বিরুদ্ধে কৃষকের মামলা
তানভীর দিপু
Published : Thursday, 3 February, 2022 at 7:47 PM
কুমিল্লায় ইউএনওর বিরুদ্ধে কৃষকের মামলাভাড়া করা বেকু অনৈতিকভাবে পুড়িয়ে দেয়ার অভিযোগ তুলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র বিরুদ্ধে আদালতে মামলা করেছে উপজেলার কাশিনগর ইউনিয়নের একেএম সেলিম নামের এক কৃষক। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা আদালতের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দীনের মাধ্যমে অভিযোগ দায়ের করলে কুমিল্লা আমলী আদালত-৫ এর বিচারক বেগম ফারহানা সুলতানা পিবিআইকে মামলাটি তদন্ত করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দীন।  

কৃষক একেএম সেলিম জানান, আমরা পানি উন্নয়ন বোর্ডের খননের সুপারিশ পত্র পেয়ে কাশিনগর ইউনিয়ন জুগিরকান্দি গ্রামের বোয়ালঝুড়ি জলাশয় খননের জন্য ৪টি ভেকু মেশিনও ভাড়া করি। কিন্তু আমরা অনুমতির অপেক্ষায় ছিলাম। তাই খনন কাজ শুরু করিনি। গত মাসের ১৯ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এম মনজুরুল হক হঠাৎই প্রশাসনের লোকজন নিয়ে বোয়ালঝুড়ি জলাশয়ে না গিয়ে জুগিরকান্দি গ্রামের অন্য জলাশয়ে গিয়ে আমাদের রাখা ভাড়া করা ৪টি বেকু কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেন। এতে আমাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই আজকে কুমিল্লা আদালতের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দীনের মাধ্যমে বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট ৫ নং আমলি আদালতে ইউএনওর বিরুদ্ধে মামলার আবেদন করি। বিজ্ঞ বিচারক বেগম ফারহানা সুলতানা আমাদের অভিযোগটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আমরা যেহেতু এলাকার মানুষ মিলে ভেকু গুলো এনেছি তাই তাদের সাথে পরামর্শ করে মামলা করতে একটু দেরি হয়ে গেছে। মামলাটি অনেক আগেই করতাম।

এই বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মঞ্জুরুল আলম জানিয়েছেন, আমি এখনও অফিসিয়ালি অভিযোগের বিষয়ে কেউ জানায়নি। অফিসিয়ালি জেনে বলবো সব কিছু।কুমিল্লায় ইউএনওর বিরুদ্ধে কৃষকের মামলা

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি চৌদ্দগ্রামে কাশিনগরের বোয়ালঝুড়ি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক ৪টি এক্সকভেটর জব্দ করে আগুন দিয়ে ধ্বংশ করে। এসময় মাটি বিক্রির অভিযোগে গিয়াসউদ্দিন ও নাদিম নামের ২ ব্যক্তিকে ৬ লাখ টাকা জরিমানা করেছে।