Published : Monday, 7 February, 2022 at 12:00 AM, Update: 07.02.2022 12:50:01 AM
নিজস্ব প্রতিবেদক ||
শিক্ষা মন্ত্রনালয় ও কুমিল্লা শিক্ষাবোর্ড অনুমোদিত কুমিল্লা মহানগরের বাগিচাগাঁও এ অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজ এর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রকাশিত “সিআইসি সেভেন টাচ” বইটির প্রকাশনা উৎসব কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এম. নার্গিস আক্তার, কুমিল্লা আইডিয়াল কলেজ এর সভাপতি শাহ মো: আলমগীর খান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী রেজাউল খান চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-বই অতীত থেকে ভবিষ্যৎ, যুগ থেকে যুগান্তর জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারে। মানুষের সবচেয়ে বড় শিক্ষা হল আত্মশিক্ষা। আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক। কুমিল্লা আইডিয়াল কলেজ এর শিক্ষকরা তাঁদের একাদশ শ্রেণির শিক্ষার্থীর প্রাথমিকভাবে পাঠদানের জন্য যে “সেভেন টাচ” বইটি আত্মপ্রকাশ করেছে, আমি যতটুকু দেখেছি ভাল পরিকল্পনায় চমৎকার একটি বই হয়েছে। কুমিল্লা আইডিয়াল কলেজ এরপ্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনএর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মো: নাজমুল হোসাইন খান, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক দুলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: আদনান ছাত্তার মজুমদার, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রভাষক মো: হাসান ভূইয়া, রসায়ন বিষয়ের প্রভাষক মো: ইয়াসির আরাফাত, উচ্চতর গণিত বিভাগের প্রভাষক আরিফুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, সমাজকর্ম বিষয়ের প্রভাষক নাইমা আক্তার, আইসিটি বিষয়ের প্রভাষক ফাহিমা আক্তার, পৌরনীতি ও সুশাসনের প্রভাষক ফয়েজুল হাসান বাবু, জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক নিশাত মাহমুদ।