তানভীর দিপু:
কুমিল্লার
বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ
করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুই উপজেলার ২৪ ইউনিয়নে ২০৬টি
ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নত করা হয়েছে। নির্বাচন সুন্দর ও সংঘাতমুক্ত করতে
আইনশৃঙ্খলাবাহিনীর ছয় সহস্রাধিক সদস্য মাঠে নিয়োজিত আছেন। তাছাড়া মাঠে
রয়েছে জেলাপ্রশাসনের ৪৪ম্যাজিষ্টেট্র। এছাড়া প্রতি উপজেলায় ৫ প্লাটুন করে
১০ প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়েন রয়েছে দুটি উপজেলায়।
জেলা নির্বাচন
অফিস সূত্রে জানা যায়, কুমিল্লার দুটি উপজেলার মধ্যে বুড়িচংয়ের নয়টি ইউনিয়ন
ও দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ২৪টি
ইউনিয়নের ২৪৯ কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ১৫০৭টি। মোট ভোটার ৫লাখ ৩৬ হাজার
২৬৯জন।
বুড়িচংয়ের উপজেলার নয় টি ইউনিয়ন বুড়িচং সদর, মোকাম, ভারেল্লা
দক্ষিন, ভারেল্লা উত্তর, ষোলনল, পীরযাত্রাপুর, ময়নামতি, রাজাপুর ও বাকশিমূল
ইউনিয়ন। এর মধ্যে ময়নামতি ইউনিয়নে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে। এ নয় টি
ইউনিয়নে ১০৫ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৩২ হাজার ৭৫৫ জন।
দেবিদ্বারউপজেলাররাজামেহারইউনিয়ন,
গুনাইঘরদক্ষিন, ধামতি, বড়শালঘর, ইউসুফপুর, রসুলপুর, সুবিল, ফতেহাবাদ,
গুনাইঘরউত্তর, বড়কামতা, সুলতানপুর, ভানী, এলাহবাদ, মোহনপুর ও জাফরগঞ্জ
ইউনিয়নে নির্বাচন হচ্ছে আজ। এর মধ্যে গুনাইঘর দক্ষিন ও বড়কামতা ইউনিয়নে ভোট
হবে ইভিএম এ। এ ১৫টি ইউনিয়নে ১৪৪টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন তিন লাখ তিন
হাজার ৫০৬ ভোট।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুই উপজেলায় ২০৬টি
ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দেবিদ্বার উপজেলায় ১০৬ ও
বুড়িচংউপজেলায় ১০০টি কেন্দ্র রয়েছে। নির্বাচনে পুলিশের ১৮০০ সদস্য, র্যাব
বিজিবির সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত আছে।
জেলাপ্রশাসনের
সহকারিকমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে মুসলিমা জানান, জেলাপ্রশাসক
মোহাম্মদ কামরুল হাসানের নিদের্শনায় দুটি উপজেলার ২৪টি ইউনিয়নেসুন্দর ও
সুষ্ঠ নির্বাচন করতে নেতৃত্বে ৪৪ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নির্বাচনী
মাঠে কাজ করছেন। নির্বাচনের দিন ও এর আগে পরে জেলা ম্যাজিষ্ট্রেটগন মাঠে
থাকছেন।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘অবাধ, সুষ্ঠ ও
সহিংসতামুক্ত নির্বাচন করতে জেলাপুলিশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা
নিয়েছে।ঝুকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করি
সুন্দর পরিবেশে নির্বাচন হবে, এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
জেলাপ্রশাসক
মোহাম্মদ কামরুল হাসান বলেন, সুষ্ঠ ও সুন্দর নির্বাচন করতে সকল প্রস্তুতি
নেওয়া হয়েছে। মাঠে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার লোকজন কাছ করছে।
অবাধ সুষ্ঠ সহিংসতা মুক্ত সুন্দর একটি নির্বাচন হবে।