কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বাতুপাড়া কাঠালিয়া পাড়ার কৃষক আবদুল গফুল সবজির চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তিনি গত ১৫বছর ধরে সবজির চাষ করে লাভবান হয়ে পরিবার-পরিজন নিয়ে সচ্ছলভাবে জীবন-যাপন করছেন।
প্রথম দিকে ১৮ শতক জমিতে সবজির আবাদ শুরু করে এখন প্রায় এক একর জমিতে শীতকালীন সবজি পাতা কপি, ফুল কপি, টমেটো, খিরা ও ধনিয়ার পাতা, আখ চাষ করছেন। চলতি বছর একই জমিতে মিশ্র ফসল উৎপাদন করেও লাভবান হওয়ার আশা করছেন।
কৃষক আবদুর গফুর বলেন, কৃষি জমিতে তিন মাসের মধ্যে শীতকালীন ফুল কপি, পাতা কপি ও টমেটোর ফলন বিক্রির পর আখ বড় হতে থাকবে। পরবর্তী ৬মাসের মধ্যে আখ বিক্রি করবেন।
এছাড়াও তিনি আরও ২০ শতক জমিতে আখ, ফুল কপি ও টমেটোর আবাদ করেছেন। ১০ শতক জমিতে ফুল কপি ও আখ। ১০ শতক জমিতে পাতাকপি ও আখ। ৬ শতক জমিতে আখ ও টমেটো। ১২ শতক জমিতে টমেটোর আবাদ করেন।
৪২ শতক জমিতে খিরা ও ২০ শতক জমিতে ধনিয়ার আবাদ করেছেন। পাতাকপি, ফুলকপি ও টমেটো প্রায় দেড় লাখ টাকা বিক্রির আশা করছেন। খরচ বাবদ প্রায় ৫০ হাজার টাকা বাদ দিয়ে প্রায় ১ লাখ টাকা লাভের আশা করছেন। আখ চাষে প্রায় ২লাখ টাকার আখ বিক্রির আশা করছেন। কীটনাশক ঔষধ, সার ও বদলা খরচ বাবদ প্রায় ১ লাখ টাকা খরচ বাদ দিয়ে অবশিষ্ট ১লাখ টাকা লাভের আশা করছেন। ৪২ শতক জমিতে খিরা চাষাবাদে খরচ প্রায় ৪০ হাজার টাকা হবে। খিরা ক্ষেত থেকে খরচ বাদ দিয়ে প্রায় ৫০হাজার টাকা লাভের আশা করছেন। এছাড়া ধনিয়া ক্ষেত থেকে খরচ বাদ দিয়ে প্রায় ২০হাজার টাকা লাভ হবে বলে জানান।
গত ১৪ বছর যাবত সবজির আবাদ করে আসছি। সবজির আবাদ করে লাভবান হয়ে আমার স্ত্রী, এক ছেলে এবং এক ভাতিজা নিয়ে আল্লাহর রহমতে ভালভাবে চলতে পারছি। চলতি বছর থেকে অংশীদারিত্বের ভিত্তিতে জেঠাতো ভাই কামরুল ইসলামকে সাথে নিয়ে সবজির আবাদ করছি।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা জুনাইদ হাসান শাকসবজি উৎপাদনে পরিমানমত সার, কীটনাশক প্রয়োগ, পোকামাকড় দমনে ইউলো ট্রাপ ও ফেরমোন ফাঁদ ব্যাবহারে পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করে প্রদান করে সহযোগিতা করে যাচ্ছেন।
এব্যাপারে উপ-সহকারি কৃষি কর্মকর্তা জুনাইদ হাসান বলেন, কৃষকদের মাঠ পর্যায়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছি। নিরাপদ এবং সঠিক নিয়মে শাক-সবজি উৎপাদন, পরিচর্যা করা, পরিমাণমত ছত্রাক নাশক, সার কীটনাশক প্রয়োগের বিষয়ে নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের পরামর্শ প্রদান করছি। পোকা মাকড় দমনে ইউলো ট্রাপ ও ফেরমোন ফাঁদ ব্যাবহারে কৃষকরা সফল পাচ্ছেন। এতে করে কৃষকরা শাকসবজির বাম্পার ফলনে লাভবান হচ্ছেন।