Published : Tuesday, 8 February, 2022 at 12:00 AM, Update: 08.02.2022 1:41:06 AM
শ্যামল বড়ুয়া ববি ||
বাংলাদেশের স্বাধীনতা লাভের প্রথম সূতিকাগার বায়ান্নর ভাষা আন্দোলন। এরপর ’৬৯ এর গণঅভ্যুত্থান এবং ’৭১ এর মুক্তিযুদ্ধে মহান বিজয় অর্জিত হয়। গতকাল কুমিল্লা নগর উদ্যানে তিননদী পরিষদের ২১দিনব্যাপি অনুষ্ঠানের ৭ম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন ভুঁইয়া এ কথা বলেন।
’৭৫ এর শোকাবহ দিন, গ্রেনেড হামলা, করোনা মহামারীতে প্রাণ হারানো সকলের আত্মার শান্তি কামনা এবং জীবিত মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিকদের দীর্ঘায়ু কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ ডঃ এমদাদুল হক।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল।
সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব। পরিশেষে শিক্ষা বোর্ড মডেল কলেজের শিক্ষার্থীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করেন। তারা হলেন- প্রথমা হাসান, মিথিলা দাস, জয়িতা পাল, লগ্নজিত মজুমদার, আসনুভা, রুবাইয়াত, ফারিহা সুলতানা। বাউল সংগীত পরিবেশন করেন সুফী আনিস। উপস্থাপনা করেন জি এম ফারুক ।