ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সুশান্তের এক ভুলেই বড় ক্ষতি আবাহনীর
Published : Tuesday, 8 February, 2022 at 7:04 PM
সুশান্তের এক ভুলেই বড় ক্ষতি আবাহনীরসুশান্তের এক ভুলেই বড় ক্ষতি আবাহনীর।  গত বছর মালদ্বীপে অনুষ্ঠিত এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান ক্লাবের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। ওই ম্যাচ জিতলেই ইতিহাস গড়তে পারত বসুন্ধরা কিংস। 

কিন্তু মালয়েশিয়ার মালেতে অনুষ্ঠিত সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা। সেই ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখেন সুশান্ত। ওই লাল কার্ডের কারণেই এএফসি কাপে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার সুশান্ত। পাশাপাশি তাকে এক হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

বসুন্ধরা ছেড়ে চলতি মৌসুমে আবাহনী লিমিটেডে নাম লিখিয়েছেন সুশান্ত। মার্চে আবাহনীর হয়ে এএফসি কাপের প্লে-অফ ম্যাচ খেলার কথা তার। কিন্তু এ নিষেধাজ্ঞার কারণে এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলা হচ্ছে না সুশান্তর।

বিষয়টি নিশ্চিত করে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস বলেন, আমরা তিন দিন আগে চিঠি পেয়েছি এএফসি থেকে। সুশান্তকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং এক হাজার ডলার জরিমানাও করা হয়েছে। সাধারণত লাল কার্ডের পর একজন খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়ে থাকে। কিন্তু সুশান্তকে করা হয়েছে তিন ম্যাচ। কেন তিন ম্যাচ নিষিদ্ধ করা হলো সেটা জানতে আমরা এএফসিতে চিঠি দিয়েছি।