ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লায় শান্তিপূর্ণ ভোট
দেবিদ্বার ও বুড়িচংয়ে নৌকা প্রতিকের ভরাডুবি
Published : Tuesday, 8 February, 2022 at 12:00 AM, Update: 08.02.2022 1:43:03 AM
দেবিদ্বার ও বুড়িচংয়ে নৌকা প্রতিকের ভরাডুবি
সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কুমিল্লায় নৌকা প্রতিকের প্রার্থীরা হার এড়াতে পারে নি। স্বতন্ত্র প্রতিকের প্রার্থীদের কাছে গত কয়েক ধাপের ধারাবাহিকতায় আবারো হেরেছে নৌকা। বুড়িচং ও দেবীদ্বার উপজেলার ২৩ ইউনিয়ন পরিষদে গতকালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে জয় লাভ করেছেন ৭ জন প্রার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে প্রায় সব ইউপিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয় লাভ করেছেন। বেসরকারি ভাবে সবশেষ পাওয়া তথ্য থেকে জানা গেছে, দেবীদ্বার ১৪ ইউনিয়নে নৌকা জয় লাভ করেছে ৪ টিতে। বুড়িচং উপজেলায় ৯ ইউনিয়নের মধ্যে ৩টিতে জয় পেয়েছে নৌকার প্রার্থীরা।    
দেবিদ্বার ও বুড়িচংয়ে নৌকা প্রতিকের ভরাডুবিদেবিদ্বারে চারটি ইউপিতে নৌকার বিজয়ীরা হলেন, গুনাইঘর উত্তর ইউনিয়নে মোহাম্মদ মোকবল হোসেন মুকুল (নৌকা), গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে মো. হুমায়ুন কবির (নৌকা), সুলতানপুর ইউনিয়নে অধ্যক্ষ হুমায়ুন কবির (নৌকা), বরকামতা ইউনিয়নে আলহাজ্ব নুরুল ইসলাম (নৌকা)।
অপরদিকে, ৯টি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা হলো, বড়শালঘর ইউপিতে আবদুল আউয়াল (আনারস), রসুলপুর ইউপিতে মো. শাহজাহান (ঘোড়া), সুবিল ইউপিতে গোলাম সারোয়ার মুকুল ভূইয়া (চশমা), ফতেহাবাদ ইউপিতে মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ (দোয়াত কলম), এলাহাবাদ ইউপিতে মো. নুরুল আমীন (চশমা), জাফরগঞ্জ ইউপিতে মো. জাহিদুল আলম (আনারস) রাজামেহার ইউপিতে মো. জসিম উদ্দিন সরকার (চশমা), ধামতী ইউপিতে মো. মহিউদ্দিন মিঠু (আনারস), মোহনপুর ইউপিতে মো. ময়নাল হোসেন (মোটর সাইকেল) এবং ইউছুফপুর ইউপিতে (স্বতন্ত্র) মো. জাকারিয়া (আনারস)। উল্লেখ্য, উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে সোমবার ১৪টি ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। একটি  ইউনিয়নে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা যাওয়ায় ওই  ইউনিয়নে ভোট গ্রহন বন্ধ রয়েছে।দেবিদ্বার ও বুড়িচংয়ে নৌকা প্রতিকের ভরাডুবিএছাড়া বুড়িচংয়ে বেসরকারি ভাবে যারা জয়ী হয়েছেন তারা হলেন- ১নং রাজাপুর ইউনিয়ন কাসেম মাস্টার- ঘোড়া, ২নং বাকশীমূল ইউনিয়ন আবদুল করিম - নৌকা, ৩নং সদর ইউনিয়ন জয়নাল আবেদীন- নৌকা, ৪নং ষোলনল ইউনিয়ন হাজী বিল্লাল –আনারস, ৫নং পীরযাত্রাপুর আলহাজ্ব আবু তাহের আনারস, ৬নং ময়নামতি ইউনিয়ন লালন হায়দার- নৌকা, ৭নং মোকাম ইউনিয়ন সাহেব আলী –চশমা, ৮নং ভারেল্লা উত্তর ইস্কান্দর আমিন- আনারস, ৯নং ভারেল্লা দক্ষিণ ওমর ফারুক -ঘোড়া।

এদিকে কুমিল্লায় দুই উপজেলার ইউপি নির্বাচনেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। দেবিদ্বার ও বুড়িচং উপজেলার ২৩টি ইউনিয়নে সকাল ৮ টায় শুরু ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। গতকাল রাতে দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মৃত্যুবরন করায়, সেই ইউনিয়নের ভোটগ্রহন স্থগিত করা হয়। এদিকে আজ সকাল থেকেই নির্বাচনের প্রতিটি কেন্দ্রে ভোটারদের ছিলো উপচে পরা ভিড়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগে বেশ কয়েকজনকে আটক, জেল ও জরিমানা করেন ম্যাজিষ্ট্রেটগণ। ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।  
বুড়িচং ও দেবিদ্বারের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল বেলা ঘন কুয়াশার মধ্যেই ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হলেও আগে থেকেই ভোটাররা কেন্দ্রে ভিড় জমাতে থাকে। সকালে তরুণ ভোটারদের সংখ্যা বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মধ্য বয়সী এবং বৃদ্ধরাও কেন্দ্রে এসে ভোট দেন। বিভিন্ন কেন্দ্রে বয়সের ভাড়ে নুহ্য ভোটারদেরও হুইল চেয়ার, ইজিবাইক এবং কোলে চড়ে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে। হাসিমুখে সবাই উৎসব মুখর পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশ মনে বাড়ি ফিরে গেছেন সবাই। তবে দু’একটি জায়গায় জাল ভোটারদের কারনে নিজের ভোট দিতে না পারা কয়েকজন ভোটারের অভিযোগ পাওয়ায় যায়।
নির্বাচন শান্তিপূর্ণ করতে ভোটের আগের রাত থেকেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার-ভিডিপির সদস্যরা নিজ নিজ এলাকায় অবস্থান নেয়। ভোটের দিন কেন্দ্রগুলোতে কড়া পাহাড়া রাখে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। যারাই অনিয়ম করে ধরা পরেছেন তাদেরকে জেল ও জরিমানা দেয় ভ্রাম্যমান আদালত।