Published : Tuesday, 8 February, 2022 at 12:00 AM, Update: 08.02.2022 1:42:33 AM

ইউনিয়ন
পরিষদ নির্বাচনের সপ্তম তফসিল অনুযায়ী কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫টি
ইউনিয়নে ভোট গ্রহণের কথা ছিল সোমবার। ভোটের আগের দিন রাতে হঠাৎ ভানী
ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ওই ইউনিয়নে রাতেই ভোট
গ্রহণ স্থগিত করে রিটার্নিং অফিসার।
রবিবার (৬ ফেব্রুয়ারী) মধ্যরাতে ওই
ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আজহারুল ইসলাম ইউনিয়নের নির্বাচন
স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন,
চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচনী বিধি ২০ (১) অনুযায়ী ওই ইউনিয়নে
চেয়ারম্যান পদের নির্বাচন বাতিল সহ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ভোট
স্থগিত করা হয়েছে।
যার ফলে দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে নৌকা প্রতীকের প্রার্থী নূরুজ্জামান ভূইয়ার মৃত্যুকে হত্যা বলে দাবী করছেন নিহতের ছোট ভাই কামরুজ্জামান ভূইয়া।
তিনি
বলেন, রবিবার রাত সাড়ে ৮টায় আমার নিজ কেন্দ্র নোয়াগাও গ্রামে ঘোড়া
প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জালাল হোসেন এর ভাগিনা চান্দিনা উপজেলা
ছাত্রদল সাবেক সভাপতি কাইয়ূম খান এসে হুমকি ধমকি দিলে স্থানীয়রা তাকে আটক
করে। এসময় আমার ভাই ঘটনাস্থলে গেলে আমার ভাইয়ের বুকে লাথি দেয় কাইয়ূম। এ
ঘটনায় আমার ভাই গুরুতর আহত হলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা
করেন।
এ ঘটনায় নিহত নূরুজ্জামান ভূইয়া মুকুল এর পরিবারের কেউ আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেননি এবং নিহতের মরদেহ ময়নাতদন্ত হয়নি।
কামরুজ্জামান
ভূইয়া জানান, এ ঘটনায় আমার পরিবার কোন ধরণের আইনগত ব্যবস্থা গ্রহণে বা
বারাবারি করতে রাজি না। তাই কোন প্রক্রিয়া করা হয়নি। মঙ্গলবার (৮
ফেব্রুয়ারী) সকাল ১০টায় সাইতলা স্কুল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দেবীদ্বার
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, প্রার্থী নূরুজ্জামান
মূকুল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার ডাক্তারী সনদও আমরা
দেখেছি। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।
দেবীদ্বার উপজেলা
নির্বাচন অফিসার মো. আলতাব হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী
আমরা সকল পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।