৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় আফ্রিকা মহাদেশের ক্যাসাব্লাংকা সার্ভিস শুরু করেছে এমিরেটস। ফলে আফ্রিকায় এয়ারলাইনটি মহামারি পূর্ববর্তী নেটওয়ার্ক সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হলো। এমিরেটস বর্তমানে মহাদেশটির ২১টি নগরীতে চলাচল করছে।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। দুবাই-ক্যাসাব্লাংকা রুটে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সাহায্যে দৈনিক একটি করে ফ্লাইট পরিচালিত হবে। এমিরেটসের হাব দুবাইয়ে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রদর্শনী এক্সপো ২০২০ অনুষ্ঠিত হচ্ছে, যা মার্চের শেষ পর্যন্ত চলবে।
মহামারির পরিপ্রেক্ষিতে এয়ারলাইনটি তার গ্রাহকদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে যাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার জন্য ভ্রমণের প্রতিটি ধাপে এমিরেটস বিভিন্ন ব্যবস্থা প্রবর্তন করেছে। সম্প্রতি স্পর্শবিহীন প্রযুক্তি গ্রহণের পাশাপাশি তাদের ডিজিটাল যাচাই-বাছাই সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।