ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা নামে বিভাগ করার দাবীতে সমবায় ব্যাংক লিঃ এর স্মারকলিপি
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM, Update: 10.02.2022 12:57:00 AM
কুমিল্লা নামে বিভাগ করার দাবীতে সমবায় ব্যাংক লিঃ এর স্মারকলিপিকুমিল্লা নামে বিভাগ করার দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ কুমিল্লা জেলার সকল সমবায়ীরা। গতকাল সকালে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ কুমিল্লা জেলার সকল সমবায়ীদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন ব্যাংকের সভাপতি, কাজী নাজমুস সা’দাত এডভোকেট, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল হক, সরকার মনোনীত সদস্য ও আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ তারিকুর রহমান (জুয়েল) ও ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য জনাব মোঃ ছালাউদ্দিন ভূইয়া।
উল্লেখ্য যে, বিগত ৪ঠা ডিসেম্বর ২০২১ খ্রিঃ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এর উপস্থিতে সমবায়ীগণ স্বতঃস্ফুর্ত ভাবে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ করার জন্য মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরন করার সিদ্ধান্ত গ্রহন করেন।  সমবায়ীগণ কুমিল্লা নামে বিভাগ করার জন্য সংসদ সদস্য মহোদয়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।